×

খেলা

শেষ ম্যাচে কেন তারকা ক্রিকেটারদের খেলায়নি যুক্তরাষ্ট্র?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০১:২৭ পিএম

শেষ ম্যাচে কেন তারকা ক্রিকেটারদের খেলায়নি যুক্তরাষ্ট্র?

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলায় শেষ ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের জন্য ছিল বেঞ্চ পরীক্ষার সুযোগ। যদিও শনিবার শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে তারা বড় ব্যবধানে হেরেছে। এদিন স্বাগতিকরা ৪ তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখে ছিলো। এ নিয়ে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ স্টুয়ার্ট ল। 

কোচ বলেন, ‘আসলে আমরা পরিবর্তন আনতেই পারি। দল নির্বাচনের ক্ষেত্রে আমরা চেয়েছি এক ধাপ এগিয়ে যেতে। দল নিয়ে আমাদের চাহিদা দিয়েছি, বিপরীতে নির্বাচকরা ১৫ জনের এই দল দিয়েছে। আমরা কানাডাকে হারিয়েছি দাপটের সঙ্গে ৪-০। এখানে বাংলাদেশকেও হারালাম। তাই আশা করি সবাই খুশি আছে।’

দলের ব্যাটিং প্রসঙ্গে কোচ বলেন, ‘আমি মনে করি প্রথম দুই ম্যাচে ব্যাটিং আমাদের শক্তির জায়গা ছিল। যদিও আমি ভিন্নভাবে দেখি কিছুটা, অত বিশ্লেষণ দেখি না, শুধু ক্রিকেট খেলা দেখি (হাসি)। আমার মনে হয় শুরুর দুই ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হয়েছে।’

শেষ ম্যাচে হারার ব্যাপারে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব করা অ্যারন জোন্স বলেন, ‘আসলে আমি মনে করি মাঝের ওভারে আমরা ভালো খেলিনি। শট সিলেকশনও ভালো হয়নি। কোচও যা বললেন, অনেকে সুইপ খেলতে পারত হয়তো। বাংলাদেশ ভালো করার পর আমাদের আরও চান্স নেওয়া দরকার ছিল, আরও ভালো খেলা যেত। দরকার ছিল পাওয়ার হিটিং শট খেলা। মাঝের ওভারে ভালো স্ট্রাইক রোটেট করা যেত, এতে আমাদের মোমেন্টাম ফিরে পেতাম। এটা আমাদের জন্য শেখার জায়গা। ভবিষ্যতে আরও ভালো করার সুযোগ আছে আমাদের।’

এদিন প্রথম ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমানের ছয় শিকারে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। যা বাংলাদেশ ১১.৪ ওভারে ১০ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়। দুই সফরকারী ওপেনার তানজিদ হাসান তামিম ৫৮ ও সৌম্য সরকার অপরাজিত ছিলেন ৪৩ রানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App