×

খেলা

টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৭:০৩ পিএম

টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। সেখানে তিন ফরম্যাটেরই খেলবে তারা। নভেম্বরে শুরু হতে যাওয়া সিরিজের সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 

আগামী নভেম্বর মাসের ২২ তারিখ শুরু হবে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টের সিরিজ। প্রথম টেস্টে অ্যান্টিগায় লড়বে দুই দল। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা।

টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে ৮,১০ এবং ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১৫, ১৭ এবং ১৯ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফর :

প্রথম টেস্ট, ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা দ্বিতীয় টেস্ট, ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা

প্রথম ওয়ানডে, ৮ ডিসেম্বর, সেন্ট কিটস দ্বিতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর, সেন্ট কিটস তৃতীয় ওয়ানডে, ১২ ডিসেম্বর, সেন্ট কিটস

প্রথম টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট তৃতীয় টি-টোয়েন্টি, ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App