×

খেলা

লা লিগা চ্যাম্পিয়ন এবার রিয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১১:৪২ এএম

লা লিগা চ্যাম্পিয়ন এবার রিয়াল

ছবি: সংগৃহীত

একই রাতে খেলা ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যে প্রথমে নিজেদের ম্যাচে কাদিজকে হারিয়ে কেবল ১ পয়েন্টের অপেক্ষায় ছিল রিয়াল। পরে জিরোনার কাছে বড় পরাজয়ে লস ব্লাঙ্কোসদের অপেক্ষার অবসান ঘটায় বার্সা। জিরোনার মাঠে কাতালানরা ৪-২ গোলে হেরে গেছে। এর আগে কাদিজকে ৩-০ গোলে হারায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। চার ম্যাচ হাতে রেখেই লা লিগার ৩৬তম শিরোপা উঠল রিয়ালের হাতে।

এর আগে সর্বশেষ ২০২১-২২ মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ জিতেছিল সান্তিয়াগো বার্নাব্যু বাহিনী । এক মৌসুম বিরতি দিয়ে তারা সেই শিরোপা পুনরুদ্ধার করেছে। এ জয়ে লা লিগায় নিজেদের সবচেয়ে শিরোপা জয়ের রেকর্ডও সমৃদ্ধ করল রিয়াল। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার শিরোপা ২৭টি। চলতি মৌসুমে এখন পর্যন্ত দুইয়ে থাকা জিরোনার চেয়ে রিয়াল ১৩ পয়েন্টে এগিয়ে। তারা যদি বাকি চার ম্যাচে হারে এবং জিরোনা নিজেদের চার ম্যাচে জেতে, তবুও রিয়ালকে ছুঁতে পারবে না তারা। 

৩৪ ম্যাচে ২৭ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৮৭। জিরোনা সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে, গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ৭৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App