×

খেলা

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হার: অধিনায়ক জ্যোতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৮ পিএম

  ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হার: অধিনায়ক জ্যোতি

ছবি: সংগৃহীত

ভারত নারী দলের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়েছে। যেখানে সিলেট আন্তর্জাতিক মাঠে বাংলাদেশ নারী দলকে ৪৪ রানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের ভারত। ম্যাচে অবশ্য বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। উল্টো ক্যাচ মিসের মাশুল গুনতে হয়েছে টাইগ্রেসদের।

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ভুগতে থাকা বাংলাদেশের ব্যাটিং ইউনিটে অধিনায়ক জ্যোতি ছাড়া বাকি সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। গতকালের ম্যাচেও এর প্রতিফলন দেখা গেছে। টাইগ্রেস অধিনায়ক অর্ধশত রান করলেও ১০০ পেরুতেই বাংলাদেশকে ধুকতে হয়েছে। 

হারের কারণ হিসেবে ম্যাচ শেষে অধিনায়ক জ্যোতি নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন।

ছবি: সংগৃহীত

তিনি বলেন- ‘পাওয়ারপ্লেতে যেভাবে ব্যাটিং করেছি, তাতে কিছু হয়নি। ১৪০-এর বেশি তাড়া করতে গেলে পাওয়ারপ্লেতে রান দরকার। টপ অর্ডার রান পাচ্ছে না। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। আমাদের ব্যাটিং বিভাগ বেশ ভালো, তবে ব্যাটাররা মনে হয় কোন কারণে তাদের শতভাগটা দিতে পারছে না।’

শুরুতে ১ উইকেট হারানোর পরে ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত শুরু করেন। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের আটকেছে দেড়শ রানের নিচে। 

জ্যোতি বলছেন, ‘যেভাবে শুরু করেছিল, ১৫০-এর বেশি হবে বলে মনে হচ্ছিল। আমাদের বোলাররা বিশেষ করে শেষ ৫ ওভার আমরা দারুণ বোলিং করেছি।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ইয়াস্তিকা ভাটিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ বলে ৫১ রান করেন অধিনায়ক জ্যোতি। এছাড়া মুর্শিদা করেন ১৩ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App