×

খেলা

গরমের প্রভাবে আইপিএলে রানবন্যা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পিএম

গরমের প্রভাবে আইপিএলে রানবন্যা!

ছবি: সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাটিংবান্ধব উইকেটে রান উৎসব চলছে। এখন পর্যন্ত আড়াই শ’ রানের কোটা ছুঁয়েছে ৭ বার। একটা টি-টোয়েন্টি আসরের মাঝপথে এমন পরিসংখ্যান অবাক করার মতোই। 

আগে ব্যাট করা দল বড় স্কোর গড়েও নিশ্চিন্ত থাকতে পারছে না। ব্যাটারদের এমন তাণ্ডবের মধ্যে যেন দিশেহারা নাবিক বোলাররা! রীতিমতো অথৈ সাগরেই পড়েছেন তারা। মিচেল স্টার্ক, এনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা কিংবা রশিদ খানদের মতো তারকারাও পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছেন না। এমন পরিস্থিতি দেখে কারও কারও কাছে ক্রিকেটকে এখন বেসবল মনে হচ্ছে।

ক্রিকেটের চিরচেনা সেই ব্যাটে-বলের লড়াই দেখা যাচ্ছে না। লড়াইটা হচ্ছে যেন দুই দলের ব্যাটারদের। এমন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ সম্প্রতি তিনি লিখেছেন, অনুগ্রহ করে কেউ বোলারদের বাঁচান।

ছোট মাঠ, আধুনিক ব্যাট, আগ্রাসী মানসিকতা, গরম আবহাওয়া- সব কিছু মেনে নিয়েও বোলারদের দুর্দশা দেখে পিচ নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। একাংশ ক্ষুব্ধ ক্রিকেটের মূল আকর্ষণ নষ্ট হওয়ায়। স্পিনাররা সামান্য কিছু সাহায্য পেলেও মাঠে অসহায় দেখাচ্ছে পেসারদের। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, এমন হলে অদূর ভবিষ্যতে আইপিএল খেলার আগ্রহ হারাবেন বোলাররা।

কেন এমন পিচ তৈরি করা হলো বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট প্রতিযোগিতায়? তার ওপর যে প্রতিযোগিতা বিসিসিআইয়ের আয়ের অন্যতম প্রধান উৎস? ভারতীয় গণমাধ্যমে এক পিচ প্রস্তুতকারী বলছেন, এবার ভারতে গরম পড়েছে বেশি। এর ফলে দেশটির পিচগুলোতে আর্দ্রতার পরিমাণ অনেক কম। কোথাও কোথাও নেই বললেই চলে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা প্রভাব ফেলছে। আকাশে মেঘের পরিমাণের ওপর কিছুটা নির্ভর করে পিচের চরিত্র। মেঘও প্রায় নেই কোথাও। বৃষ্টি হচ্ছে না। দিন এবং রাতের তাপমাত্রার তেমন পার্থক্য দেখা যাচ্ছে না। অন্যবারের থেকে এবারের পিচগুলো আলাদা হওয়ার প্রধান কারণ আবহাওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App