×

খেলা

সাকিবের ৭৫ নম্বর জার্সি তুলে রাখার আবেদন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০২:১৬ পিএম

সাকিবের ৭৫ নম্বর জার্সি তুলে রাখার আবেদন

ছবি: সংগৃহীত

গতকাল ছিল বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসানের ৩৭ তম জন্মদিন। এই দিনে ভক্ত থেকে শুরু করে সতীর্থদেরও ভালোবাসায় সিক্ত হয়েছেন টাইগার অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে খেলা সাকিবের সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিন অবশ্য ভিন্ন এক বিষয় সামনে নিয়ে আসলেন। জানালেন সাকিবের সম্মানে তার জার্সি নম্বর তুলে রাখার কথা।

গতকাল বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন সাইফউদ্দিন। এরপর নিজের ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফউদ্দিন বলেন, ‘কোনো সন্দেহ নেই, বাংলাদেশের সবারই প্রথম ভালোবাসা সাকিব ভাই। শুভেচ্ছা জানিয়ে চলে আসছি যেহেতু ম্যাচ চলছিল বেশি কথা হয়নি। এই জিনিসটা ব্র্যান্ড (৭৫ নম্বর জার্সি)। উনি অনেক দিন ধরে খেলছে। বিশ্ব দরবারে দেশকে চিনিয়েছেন। এটা আসলে ছাড়ার কিছু নাই।’

আরো যোগ করেন, ‘আমি মনে করি বাংলাদেশের জন্য এটা স্মরণীয় হয়ে থাকুক। জুনিয়রদের না নেয়াই ভালো। সাকিব ভাইয়ের সম্মানে ৭৫ নম্বর জার্সি তুলে রাখা হোক।’

এদিকে, গতকাল ডিপিএলে বল হাতে সাইফউদ্দিন নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতেও দলের হয়ে করেছেন ২৩ রান। এ নিয়ে তিনি বলছিলেন, ‘আজকের উইকেটটা লো ছিল আপনারা দেখেছেন, হিট করার জন্য আদর্শ ছিল না, তবুও আমরা চেষ্টা করেছি। শেষের দিকে আরো কয়েকটি বল মারতে পারলে ভালো লাগতো। কিন্তু চেষ্টা করছি রেঞ্জ হিটিং নিয়ে। যদি ইনশাআল্লাহ সামনে টি-টোয়েন্টিতে খেলি তখন আমাকে ১০ বলে ২০ রান করতে হবে। বড় শট খেলার চেষ্টা করতে হবে। তো আমি চেষ্টা করছি এখন থেকেই।’

সাইফদ্দিনের কাছে ভালো করার প্রচেষ্টাটা বেশি, ‘ডিপিএলে তো চারটা পেসার খেলাবে না। অবশ্যই চ্যালেঞ্জিং। আরো বেশি এফোর্ট দিতে হচ্ছে। স্বাভাবিক বেস্ট ইলেভেনে থাকতে হবে যেহেতু সামনে অনেক সিরিজ আসছে। তো এখানে ভালো খেলতে পারলে সুযোগ আসবে সেজন্যই অতিরিক্ত প্রচেষ্টা করা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App