×

খেলা

বাংলাদেশকে শক্ত চ্যালেঞ্জ দিয়েছে অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১২:৫৪ পিএম

বাংলাদেশকে শক্ত চ্যালেঞ্জ দিয়েছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়ার নারী দল। মিরপুরে বৃহস্পতিবার (২১ মার্চ) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হার দিয়ে সিরিজ শুরু হয় অস্ট্রেলিয়ার। ৮ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করতে নেমে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়েছে টাইগ্রেসরা।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

ছবি: সংগৃহীত

অসিদের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চেষ্টা করছে টাইগ্রেসরা। নারী ক্রিকেটের অবিসংবাদিত সেরা দলটিকে বাংলাদেশের তরুণ বোলাররা ভালোই নাস্তানাবুদ করেছে। সুলতানা খাতুন, নাহিদা আক্তার, মারুফারা শুরুতে দারুণভাবে চেপে ধরেছিলেন অজি মেয়েদের। তবে অ্যানাবেল সাদারল্যান্ডের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছে অস্ট্রেলিয়া।

শুরুতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিবি লিচফিল্ডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। সুলতানার ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন এই ওপেনার। এরপর ষষ্ঠ ওভারে সুলতানাই দ্বিতীয় ধাক্কা দেন অজিদের। অ্যালিসা পেরিকে ফেরান তিনি। মাত্র ২ রান করেন সদ্য সমাপ্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতানো পেরি।

দলীয় ২৭ রানে আরেক ওপেনার অ্যালিসা হিলি মারুফার শিকারে পরিণত হন। ৩৯ বলে ২৪ রান করেন অজি অধিনায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App