×

খেলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে জানা গেল যে সুখবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৮:৫০ এএম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে জানা গেল যে সুখবর

ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৩টা ৩০ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত সিরিজ শুরু করবে টাইগ্রেসরা। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এ সিরিজটি বাংলাদেশ আলাদাভাবে দেখছে। আর এ কারণেই বিসিবির পক্ষ থেকে আন্তরিকতার কোন শেষ নেই। 

প্রথমবারের মত অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে বাংলাদেশে। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারো হোম অব ক্রিকেট অ্যালিসা হিলিদের পদাচরণায় মুখর হবে।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তবে দ্বিপাক্ষিক সিরিজটি টেলিভিশন পর্দায় দেখা যাবে না বলে আভাস পাওয়া গেছে। যদিও শেষ মুহূর্তে বিসিবি নিশ্চিত করেছে, দেশের স্পোর্টস ভিত্তিক বেসরকারি চ্যানেল টি স্পোর্টসে উপভোগ করা যাবে ম্যাচগুলো। এছাড়া বিসিবির ডিজিটাল প্লাটফর্মেও (ইউটিউব চ্যানেলে) খেলা দেখার সুযোগ থাকছে। 

অজি মেয়েদের ট্যুরটি নিয়ে এরই মধ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরুষ ক্রিকেটারদের মতোই দেয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। এমনকি সিরিজটি ঢাকায় আয়োজন করার কারণে একই সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা জাতীয় দলের সিরিজ থাকায় সেটি নেয়া হয়েছে ঢাকার বাইরে। পর্যায়ক্রমে সিলেট ও চট্টগ্রামে হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজটি। 

জানা গেছে, বিসিবি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ঢাকায় আয়োজন করতে চেয়েছিল। নিগার সুলতানা জ্যোতিরাও মিরপুরে খেলতে চেয়েছিল। যাতে মাঠে দর্শকদের সমর্থন ভালো পাওয়া যায়।

২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এ ছাড়া ৩ ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App