×

খেলা

হাসারাঙ্গা নিষিদ্ধ হলেন যে কারণে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৪:৪৫ পিএম

হাসারাঙ্গা নিষিদ্ধ হলেন যে কারণে

ছবি: সংগৃহীত

অবসর ভেঙে শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরেই নিষিদ্ধ হলেন শ্রীলংকান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে তিনি থাকছেন না।

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইসিসির আচরণ বিধির ২.৮ ধারা লঙ্ঘন করেন হাসারাঙ্গা। সেখানে বলা হয়, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রদর্শন’ করার বিষয়টি। এ কারণে ম্যাচ ফির অর্ধেক জরিমানার সঙ্গে হাসারাঙ্গাকে দেয়া হয় ৩টি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে তার নামের পাশে এনিয়ে যুক্ত হলো ৮টি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২ বছরের মধ্যে কোনো ক্রিকেটার ৮টি ডিমেরিট পেলে ৪টি সাসপেনশন পয়েন্ট দেয়া হয়। অর্থাৎ, দুটি টেস্ট কিংবা ৪টি ওয়ানডে বা ৪টি টি-টোয়েন্টিতে তাকে নিষিদ্ধ করা হয়। যেহেতু নিষিদ্ধ হওয়ার পর প্রথমে টেস্ট এসেছে, তাই এই ফরম্যাটেই নিষিদ্ধ হলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App