×

খেলা

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০২:১২ পিএম

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে জেতার পর এবার হেরেছেন নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।  

এর আগে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে হাথুরুসিংহের শিষ্যরা। টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা ভুলে আজ ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু করতে মরিয়া শান্ত বাহিনী। ভারত বিশ্বকাপে শেষ দেখায় শ্রীলঙ্কাকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কাই এগিয়ে । কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপের পর পরিস্থিতি পাল্টে যায়। শ্রীলঙ্কার আধিপত্য চুরমার করে বেশ কিছু ম্যাচ জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ হারলেও, শ্রীলংকার বিপক্ষে সাম্প্রতিক ফলাফল বিবেচনায় ওয়ানডে সিরিজে ফেভারিট বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে গতকাল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এক ম্যাচ ভালো খেললে আমরা ভালো দল হয়ে যাই, আবার এক ম্যাচ খারাপ খেললে আমরা খারাপ দল হয়ে যাই। এটা আমাদের অতীতে হয়ে আসছে। হারি কিংবা জিতি দল হয়ে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথা বলেন এগুলো আমাদের কারণেই বলেন। কারণ, তারা আশা করেন আমরা আরো ভালো ক্রিকেট খেলতে পারি। আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি, তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি’।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App