×

খেলা

সেঞ্চুরির করে পাওয়া গাড়ি মাকে উপহার দিলেন বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ পিএম

সেঞ্চুরির করে পাওয়া গাড়ি মাকে উপহার দিলেন বাবর

ছবি: সংগৃহীত

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ সাফল্য পান বাবর আজম। এদিন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৫৯ বলে ১২টি চার এবং ২টি ছক্কায় করেন অনবদ্য এক সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬৩ বল খেলে অপরাজিত থাকেন ১১১ রানে। ম্যাচে পেশাওয়ার জালমি ৫ উইকেট হারিয়ে ২০১ রানের বড় সংগ্রহ পায়। জবাবে কলিন মানরো (৭১) এবং আজম খানের (৭৫) রানে ভর করে ৯ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে ইসলামাবাদ।

সেঞ্চুরির কারণে ম্যাচসেরা হয়েছেন বাবর আজম। পুরস্কার হিসেবে পেশাওয়ার জালমির মালিক জাবেদ আফ্রিদি বাবরকে পুরস্কৃত করেছেন। পুরস্কার হিসেবে বাবর আজম পেয়েছেন পাকিস্তানে তৈরি ‘এমজি’ ব্র্যান্ডের গাড়ী। যেটি পাকিস্তানিদের মধ্যে বাবর আজমই প্রথম চালাবেন। অর্থাৎ বাবরের আগে এই গাড়ী কেউ পায়নি এখনও। এমনকি কিনতেও পারেনি।

বাবর অবশ্য পুরস্কার পাওয়া এই বিশেষ গাড়ীটি তার মাকে উপহার দিতে চান। গাড়ীটির বাজার মূল্য পাকিস্তানি মুদ্রায় ৮১ লাখ রূপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ।

এই ম্যাচে করা সেঞ্চুরি ছিল বাবর আজমের টি-টুয়েন্টি ক্যারিয়ারের ১১তম। তার সামনে আছেন কেবল ক্রিস গেইল। যিনি টি-টুয়েন্টিতে রেকর্ড ২২টি সেঞ্চুরি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App