×

খেলা

দুর্ঘটনার কবলে রিয়াল মাদ্রিদের টিম বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

দুর্ঘটনার কবলে রিয়াল মাদ্রিদের টিম বাস

ছবি: সংগৃহীত

উয়ফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে লাইপজিগে গিয়ে দুর্ঘটনায় পড়েছে রিয়াল মাদ্রিদের টিম বাস। বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার পথে এক প্রাইভেট কার ধাক্কা দেয় ভিনিসিয়ুস-বেলিংহ্যামদের বহনকারী বাসে।

জার্মানির পত্রিকা বিল্ডের খবর মতে, রিয়াল মাদ্রিদের বাসটি যে পথে যাচ্ছিল, সেই রাস্তায় একটি টয়োটা অ্যাভেন্সিস প্রাইভেট কার লেন পরিবর্তন করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রিয়ালের টিম বাসে।

আরো পড়ুন: তামিম বাদ পড়লেও আছেন মাহমুদুল্লাহ

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে আরবি লাইপজিগের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। লাইপজিগ বিমানবন্দরে ধর্মঘট চলছিল। তাই সেখানে না গিয়ে মাদ্রিদ থেকে লাইপজিগের পাশের শহর এরফুর্টের বিমানবন্দরে গিয়ে নামে রিয়াল মাদ্রিদ দল। সেখান থেকে টিম হোটেলের দূরত্ব ১৫০ কিলোমিটারের বেশি ছিল। পথটুকু বাসে যেতে হয়েছে তাদের। 

গাড়িটির সঙ্গে ধাক্কা লাগার পর বাস থেকে নেমে আসেন রিয়ালের খেলোয়াড়, কোচ আর স্টাফরা। কিন্তু অ্যাঙ্কেলের চোট পাওয়া জুড বেলিংহাম বাসেই বসে ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App