×

খেলা

পাপনের সঙ্গে কী কথা হলো কাজী সালাউদ্দিনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৫ পিএম

পাপনের সঙ্গে কী কথা হলো কাজী সালাউদ্দিনের

দেশের দুই শীর্ষ ক্রীড়া সংস্থার দুই প্রধানে নাজমুল হাসান ও  কাজী সালাউদ্দিন। নাজমুল হাসান (পাপন) এখন বিসিবির সভাপতির পাশাপাশি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রীও। কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি পদে আছেন। প্রায় ১০ মাস আগে তাদের মধ্যেও শুরু হয় বাক যুদ্ধ। শুরুটা করেছিলেন কাজী সালাউদ্দিন এবং পালটা জবাব দিয়ে ছিলেন পাপন। এবার কাজী সালাউদ্দিনের সঙ্গেই দেখা করতে গেলেন পাপন।

সম্প্রতি কাজী সালাউদ্দিনের বাইপাস সার্জারি হয়েছে। অস্ত্রোপচারের পর থেকে নিভৃতে নিজের বাসাতেই থাকছেন চিকিৎসকের পরামর্শে। সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তার বারিধারার বাসায় যান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। এ সময় মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি নাজমুলের সঙ্গে।

সৌজন্য সাক্ষাৎ শেষে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। ২০ মিনিটের সাক্ষাৎ শেষে নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘ওনার যখন সার্জারিটা হয়, তখন তো নির্বাচনে (জাতীয়) শেষ মুহূর্ত। আমি তখন এলাকায় ছিলাম। তখন থেকেই ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। ঢাকায় এসেই ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা হয়েছে।  তাকে দেখতে যেতে চাই, কী অবস্থা আমাকে জানাতে বলি। ওনারা বলেন, জানাবেন। আমি আবার বাইরে চলে গেলাম এসিসির এজিএমের জন্য। আসার পর বললেন যেকোনো সময় আসতে পারেন। পরশু দিন বলল, আমি আজ চলে এলাম দেখতে।’

আরো পড়ুন: স্টেডিয়ামের ওপর গুরুত্ব দিচ্ছেন যুব ও ক্রীড়ামন্ত্রী

নাজমুল হাসান বলেন, ‘সালাউদ্দিনকে দেখে মনে হলো আল্লাহর রহমতে উনি খুব ভালো আছেন এখন। অনেক সুস্থ। হাঁটাচলা করছেন স্বাচ্ছন্দ্যে, সেটা দেখে ভালো লেগেছে। সার্জারির পর পুনর্বাসন দরকার আছে। আরও কিছুদিন সেটা করতে হবে।’

ফুটবল নিয়ে কথা হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ফুটবল ফেডারেশনের সঙ্গে আমি আগেই বসেছি। তখনই ওনাদের মূল ইস্যুগুলো শুনেছি। আজকে উনি (কাজী সালাউদ্দিন) কয়েকটি সমস্যার কথা বলেছেন। আমি বলেছি, ঠিক আছে আপনি একেবারে সুস্থ হয়ে আসেন। এর মধ্যে কিছু কাগজপত্র পাঠাতে বলেছি, আমি দেখব।’

কী কী সমস্যার কথা বলেছেন সালাউদ্দিন? ক্রীড়ামন্ত্রী বলেন, ‘একই জিনিস। একটা হচ্ছে, খেলার মাঠ নেই। বঙ্গবন্ধু স্টেডিয়াম লম্বা সময় ধরে বন্ধ হয়ে আছে, ওনাদের খেলার কোনো জায়গা নেই। এটা বড় সমস্যা। পরশু বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখতে যাচ্ছি আমি। কীভাবে তাড়াতাড়ি শেষ করা যায়, আপ্রাণ চেষ্টা করব। খেলার কোনো জায়গা বের করতে পারি কি না, দেখব।’

দুজনের বৈরিতা মিটে গেল কি না প্রশ্নে নাজমুলের উত্তর, ‘এত বছরের সম্পর্ক এক দিনের কথায় তো আর শেষ হয়ে যায় না। ছোটবেলা থেকে মাঠে যেতামই ওনার খেলা দেখতে। এটা তো অস্বীকার করার পথ নেই। ওনার মতো কিংবদন্তি ফুটবলার বাংলাদেশে আর নেই। অনেক সময় অনেক কথায় উনি আহত হতে পারেন, আমিও পারি। সেটা ওখানেই শেষ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App