×

খেলা

ভিসা বাতিল

পাকিস্তান যেতে পারছেন না প্রজ্বল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:২২ এএম

পাকিস্তান যেতে পারছেন না প্রজ্বল

কিছু দিন আগে ভিসা বিতর্কে উত্তাল হয়েছে ক্রিকেট। ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার শোয়েব বশিরের ভিসা বাতিল করে ভারত। এ নিয়ে তীব্র প্রতিবাদ হয়েছিলো ওই সময়ে। এবার ভারতীয় টেনিস খেলোয়াড় প্রজ্বল দেবেকে ভিসা দেয়নি পাকিস্তান। অন্য সবাই ভিসা পাওয়ায় সমালোচনা হয়েছে এই ইস্যুতে। 

ইসলামাবাদে ডেভিস কাপ খেলতে যাবার কথা ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচের আগে প্রস্তুতি চলছে বেশ জোরেশোরেই। তার আগে দেবের ভিসা বাতিল কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে ভারতীয় শিবিরে। খবর এনডিটিভির।

ভারতের নন-প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপাল গণমাধ্যমকে বলেন, ‘যদি কোনো খেলোয়াড় চোট পায় তাহলে একজন কম খেলোয়াড় ছাড়াই নামতে হবে আমাদের। প্রজ্বলকে আমাদের দলে দরকার আছে। আমরা আবারো ওর কাগজপত্র হাই কমিশনে পাঠিয়েছি। আপাতত কি সিদ্ধান্ত হয় আমরা সেদিকে নজর রাখছি। কোনো কারণ ছাড়াই একজন খেলোয়াড়ের ভিসার আবেদন বাতিল করা হয়েছে। এটা আমাদের কাছে খুবই হতাশাজনক একটি ঘটনা।’

ভিসার আবেদন খারিজের ঘটনায় বিস্মিত হয়েছেন প্রজ্বল নিজেও। তিনি বলেন, ‘অবাক হওয়ার মতো একটি ঘটনা ঘটলো। অনেক দেশেই গিয়েছি, কোথাও-কোনদিন আমার ভিসার আবেদন খারিজ করেনি কেউ। আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা রয়েছে, তারপরও আমার ভিসার আবেদন বাতিল করা হলো। এটা খুবই হতাশাজনক ঘটনা, আমার হাতে তো করার কিছু নেই। তবে আমি আশাবাদী, ওরা আমার বিষয়ে আর একবার ভাববে এবং ভিসা দেবে।’

ক্যাপ্টেন রাজপাল নিজেও দেরি করে ইসলামাবাদ যাবেন। তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, তাই আপাদত কয়েকদিনের জন্য ছুটি নিয়েছেন তিনি। 

গণমাধ্যমকে বলেন, ‘মা আমাকে সর্বপ্রথম দেশাত্মবোধ শিখিয়েছে। আজও আমাকে বলেছেন দলের সঙ্গে যাওয়ার জন্য। কিন্তু ইসলামাবাদের যাওয়ার আগে আমাকে আগে মা সুস্থ হয়ে উঠলো কিনা সেটিও আমাকে দেখতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App