×

খেলা

বছরের শুরুতেই হোঁচট খেল আর্জেন্টিনা!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম

বছরের শুরুতেই হোঁচট খেল আর্জেন্টিনা!

নতুন বছরের শুরুতেই হোঁচট খেল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেলো আলবিসেলেস্তরা। খেলার ৯০ মিনিটে ক্লদিও এচেভেরির পাসে আর্জেন্টিনাকে সমতা এনে দেয় লুসিয়ানো গুনদো। শেষমেশ অলিম্পিকের বাছাই পর্বে প্যারাগুয়ের কাছে ১-১ গোলে ড্র করে হাভিয়ের মাশ্চেরানোর দল। ৬৭ মিনিটে দিয়েগো গোমেজের গোলে পিছিয়ে পড়ার পর এই গোল তাদের এনে দিয়েছে ১ পয়েন্ট।

‘বি’ গ্রুপের খেলায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ড্র করলেও চিলিকে হারিয়েছে পেরু। গ্রুপের অপর দল উরুগুয়ে। পেরু এখন আছে গ্রুপের সেরা হয়ে। এরপরেই আর্জেন্টিনা। তিনে প্যারাগুয়ে। চারে উরুগুয়ে আর সবার শেষে চিলি। লাতিন আমেরিকার ১০টি দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে অলিম্পিক বাছাই খেলছে ভেনিজুয়েলায়। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে।

সর্বশেষ দুই অলিম্পিকে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। এবার সোনার পদকের লক্ষ্যে প্যারিসে যেতে চায় তারা। মরিয়া আর্জেন্টিনা এই আসরে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে প্যারিসে পাঠাতে চায়। এজন্য অবশ্য তাদের গ্রুপের সেরা হতে হবে। সেই লক্ষ্যে প্রথম ম্যাচেই খানিক ধাক্কা খেয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App