×

খেলা

যে কারণে বিপিএল না খেলেই দেশে ফিরে যাচ্ছেন হারিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১১:৪২ পিএম

যে কারণে বিপিএল না খেলেই দেশে ফিরে যাচ্ছেন হারিস

বিপিএলের চলতি আসরে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকে সরাসরি চুক্তিতে দলে টেনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান দলে না থাকায় আগেভাগেই বাংলাদেশে চলে এসেছিলেন তিনি। চট্টগ্রামের অনুশীলনেও ছিলেন। তবে বিপিএলে খেলা হচ্ছে না ২২ বর্ষী এই ব্যাটারের।

বিপিএলে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এনওসি বা অনাত্তিপত্র পাননি হারিস। যে কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। ইতোমধ্যে চট্টগ্রামের ক্যাম্পও ছেড়ে দেশের উদ্দেশ্যেও রওয়ানা হয়েছেন তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বছরে দুটির বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি নেই পাকিস্তান ক্রিকেটারদের। হারিস জুলাই ২০২৩ থেকে জুলাই ২০২৪ সময়কালের মধ্যে দুটি বিদেশি লিগ খেলে ফেলেছেন। সে কারণেই পিসিবি থেকে সবুজ সংকেত পাননি তিনি। তবে বিপিএলের পরবর্তী মৌসুমে চ্যালেঞ্জার্সের হয়ে খেলার অঙ্গীকার করেছেন হারিস।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App