×

খেলা

মা হওয়ার পর টেনিস কোর্টে ফিরছেন নোয়ামি ওসাকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

মা হওয়ার পর টেনিস কোর্টে ফিরছেন নোয়ামি ওসাকা

মা হতে গিয়ে ১৬ মাস নিজেকে টেনিস থেকে দূরে সরিয়ে রেখেছিলেন নোয়ামি ওসাকা। সম্প্রতি তিনি আবারো ফিরেছেন কোর্টে। জাপানের এ টেনিস তারকা  মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। জানিয়েছেন, পরিচিত জগতে ফিরতে পেরে তিনি আনন্দিত।

সোমবার ব্রিসবেন ওপেনের প্রথম রাউন্ডে তাতমারা কোরপ্যাশকে ৬-৩, ৭-৬(৯) সেটে হারিয়ে ওসাকা বলেন, ‘পুরো ম্যাচে আমি প্রবল চাপে ছিলাম। এত দিন পর টেনিসে ফেরার পরে নিজেকে কতটা প্রমাণ করতে পারব, তা নিয়ে উৎকণ্ঠায় ছিলাম। কিন্তু সহজেই প্রথম পর্বের বাধা অতিক্রম করতে পেরেছি।’

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে কন্যাসন্তান শাইকে জন্ম দিয়েছেন এ ২৬ বছর বয়সী জাপানি টেনিস তারকা। পরে সংসার সামলে টেনিস কোর্টে ফেরার প্রস্তুতিও শুরু করেন তিনি। নোয়ামি এবার প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলীয় ওপেনে খেলার। 

জাপানের এই টেনিস তারকা বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার আগে আমি যেভাবে টেনিস খেলেছি এবং ভক্তদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি, সেটাই আমাকে কোর্টে ফিরিয়ে আনতে শক্তি দিয়েছে। চাপ অনুভব করেছি নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করার।’

সেরেনা উইলিয়াম, কিম ক্লিস্টার্স, ভিক্টোরিয়া আজরেঙ্কার পরে ওসাকা এবার মা হওয়ার পর আবারো কোর্টে ফিরেছেন। সোমবার দুবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা জানিয়েছেন, তিনিও মা হতে চলেছেন।

নোয়ামি ফিরে আসায় তাকে স্বাগত জানিয়েছেন দুবারের অস্ট্রেলীয় ওপেনে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। তিনি বলেছেন, ‘সন্তানের জন্ম দিয়েও যে মেয়েরা আবার সাবলীল ভাবে টেনিসে ফিরে আসছে, সেটাকে আমি একটি বৈপ্লবিক পরিবর্তন মনে করছি। এই প্রথাগত ভাবনাকে ভেঙে ফেলার দরকার ছিল। ওসাকার প্রত্যাবর্তন আমার কাছে দারুণ একটা ঘটনা। ’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App