×

খেলা

ওয়ানডেকে বিদায় জানালেন ওয়ার্নার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

ওয়ানডেকে বিদায় জানালেন ওয়ার্নার

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার দুবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তবে দলের প্রয়োজনে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রেফিতে খেলতে পারেন।

 সোমবার এক সাংবাদ সম্মেলনে ওয়ার্নার জানান, ‘ভারতে বিশ্বকাপের আগ থেকেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের বিষয়ে ভাবছিলাম। পরিবারকে এবার সময় দেয়া দরকার। আর সে কারণেই ওয়ানডে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের পর এবার আমি বিভিন্ন দেশের টি-টুয়েন্টি লিগে মনোযোগ দিতে চাই। আর আমাদের ওয়ানডে দলেরও এবার সময় হয়েছে সামনে এগিয়ে যাওয়ার।

 তিনি আরও বলেন, ‘আমি জানি সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। যদি ওই সময় পর্যন্ত ক্রিকেটের সাথে থাকি এবং যদি অস্ট্রেলিয়া দলের আমাকে দরকার হয় তবে আমি আবারো এক দিনের ক্রিকেট ফিরতে পারি।

 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নারের খেলা শেষ এক দিনের ম্যাচ। ৩৭ বছরের এই ক্রিকেটার ১৬১টি এক দিনের ম্যাচে করেছেন ৬৯৩২ রান। ২২টি শতরান এবং ৩৩টি অর্ধশতরান রয়েছে ওয়ার্নারের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App