×

খেলা

এমন মধুর দম্পতি সম্পর্ক আগে কেউ দেখেনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৩:৪৬ পিএম

এমন মধুর দম্পতি সম্পর্ক আগে কেউ দেখেনি

শোয়েব মালিক ও টেনিস তারকা সানিয়া মির্জা/ফাইল ছবি।

এমন মধুর দম্পতি সম্পর্ক আগে কেউ দেখেনি

পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকে সঙ্গে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে অনেক সমালোচনা সইতে হয়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার কারণে। মানুষের মাঝে কৌতূহলের শেষ নেই চিরবৈরী পাকিস্তানি স্বামীর সঙ্গে সানিয়া মির্জার দাম্পত্য জীবন সম্পর্ক নিয়ে।

সম্প্রতি ক্রীড়াভিত্তিক গণমাধ্যম স্পোর্টস কিডাতে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুললেন সানিয়া মির্জা নিজেই। টেনিস তারকা সানিয়া মির্জা বলেন, আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কটি খুবই চমৎকার ও রসবোধপূর্ণ। আমার মনে হয় এমন দম্পতি মানুষ আগে কখনও দেখেনি। অনেকের চাইতে এখানে ব্যাপারটি উল্টো। কারণ শোয়েব আমার চেয়ে বেশি কথা বলে।

এ টেনিস তারকা বলেন, মূলত বিশেষ কয়েকটি কারণে শোয়েব ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করে। আর তার এই পছন্দকে শ্রদ্ধা করি আমি। তাই আমি যখন তার সান্নিধ্যে থাকি, এ নিয়ে কোনো কথা হলে আমি বরাবরের মতোই তাকে বলি– আমি সবসময় ভারতের সমর্থন করব।

জবাবে শোয়েব বলেন, তুমি জানো কি আমার ক্যারিয়ারের সেরা রেকর্ডগুলো কিন্তু ভারতের বিপক্ষে! এর পর সানিয়া বলেন, আমি শোয়েবকে নিয়ে গর্ববোধ করি। ক্রিকেটে তার ক্যারিয়ার চমকপ্রদ ও বেশ দীর্ঘ।

[caption id="attachment_238884" align="aligncenter" width="800"] পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকে সঙ্গে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা[/caption]

উল্লেখ্য, ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে শোয়েব মালিকের রেকর্ড চোখে পড়ার মতো। পরিসংখ্যান বলছে– দীর্ঘ ক্যারিয়ারে কেবল ভারতের বিপক্ষেই ৪২ ওয়ানডে খেলেছেন শোয়েব। ৪৬.৮৯ গড়ে মোট ১৭৮২ রান সংগ্রহ করেছেন। এতে চারটি শতক রয়েছে তার। এ ছাড়া ক্যারিয়ারে সর্বোচ্চ রানের রেকর্ডটি ভারতের বিপক্ষেই। কলম্বোতে ভারতের বিপক্ষে ১৪৩ রান করেছেন তিনি। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি চালিয়ে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই সাবেক পাক অধিনায়ক। আসন্ন ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে রাখা হয়েছে তাকে। তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App