×

খেলা

ইমরানের কাছে ক্ষমা চাইলেন মিয়াঁদাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০৯:০৮ পিএম

ইমরানের কাছে ক্ষমা চাইলেন মিয়াঁদাদ

ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ

ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ দুজনেই পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি। পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রয়েছে দুজনেরই। জাতীয় দলে তারা অনেক দিন সতীর্থ হিসেবে খেললেও কিছুদিন আগে ইমরানের বিপক্ষে ভয়ঙ্কর অভিযোগ তুলেছিলেন মিয়াঁদাদ, ‘ইমরান পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করেছে।’ এরপর কিছুদিন না যেতেই ভোল পাল্টালেন মিয়াঁদাদ। কারণটা তার ভাতিজা ফয়সাল ইকবাল। পাকিস্তানের সাবেক এ ব্যাটসম্যানকে ঘরোয়ায় একটি দলের কোচের দায়িত্ব দেয়া হয়েছে। বিতর্কিত মন্তব্য করার বেলায় মিয়াঁদাদের জুড়ি মেলা ভার। নিজের ইউটিউব চ্যানেলে ইমরানকে পাকিস্তানের ক্রিকেট ধ্বংসের জন্য দায়ী করে তাকে রাজনীতিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তার ক্ষোভের অন্যতম কারণ বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ক্রিকেট বোর্ডে যে পরিবর্তন এনেছেন ও যেসব নিয়োগ দিয়েছেন তা পছন্দ না হওয়া। বয়সে ইমরানের ৫ বছরের ছোট হলেও পাকিস্তানের অধিনায়ক হয়েছেন আগে। ইউটিউবে এটি উল্লেখ করে ইমরানের উদ্দেশে মিয়াঁদাদ বলেন, ‘আমি আপনার অধিনায়ক ছিলাম, আপনি আমার অধিনায়ক ছিলেন না। আমি রাজনীতিতে আসব এবং তারপর আপনার সঙ্গে কথা বলব। আমিই আপনাকে সবসময় নেতৃত্ব দিয়ে গেছি, কিন্তু আপনি এখন কাজ করে চলেছন সর্বশক্তিমানের মতো। আপনার কর্মকাণ্ডে প্রায় সময়ই মনে হয় আপনি দেশের সবেচেয়ে জ্ঞানী ব্যক্তি। মনে হয় কেউ যেন কখনো অক্সফোর্ড বা কেমব্রিজে বা পাকিস্তানের অন্যকোনো বিশ্ববিদ্যালয়ে পড়েনি। জনগণের কথা ভাবুন। আপনি দেশের কথা মোটেই ভাবেন না। আপনি আমার বাসায় এসে প্রধানমন্ত্রী রূপে বেরিয়ে গেছেন। আমি চ্যালেঞ্জ করলাম, এটা অস্বীকার করতে পারবেন না। সংবাদ সংস্থা পিটিআই শুক্রবার জানিয়েছে, হঠাৎই মিয়াঁদাদ ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন তার ভাগ্নে ফয়সাল ইকবালকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘরোয়া একটি দলের প্রধান কোচ নিয়োগ দেয়ার পর। এরপরই নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে এআরওয়াই নিউজকে মিয়াঁদাদ বলেছেন, ‘যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে নিজের আচরণের জন্য ক্ষমা চাচ্ছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের পারফরম্যান্সে ভীষণ রাগ হয়েছিল। প্রধানমন্ত্রী এবং বিশ্বজুড়ে পাকিস্তানের সমর্থকদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কিছু পরিবর্তন আনেন ইমরান। এতে তার ওপর ক্ষিপ্ত ছিলেন মিয়াঁদাদ। কিন্তু তার ভাতিজা ফয়সাল ইকবাল বেলুচিস্তান দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর সুরটা নরম হলো মিয়াঁদাদের। যদিও পাকিস্তানের হয়ে ২৬ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলা ফয়সাল ইকবালের কোচ পদে নিয়োগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দানিশ কানেরিয়া। ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হওয়া এ লেগ স্পিনারের প্রশ্ন, ‘কীসের ভিত্তিতে তাকে (ফয়সাল) নিয়োগ দেয়া হলো, সে এটার যোগ্য নয়। দেশের জন্য টেস্ট খেলা আরো অনেক খেলোয়াড় আছে। সে কখনো নিজের মেধার প্রতি সুবিচার করে খেলেনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App