×

খেলা

ফিক্সিং করে ২০১১ বিশ্বকাপ জিতেছে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২০, ০৫:০৬ পিএম

ফিক্সিং করে ২০১১ বিশ্বকাপ জিতেছে ভারত

শ্রীলংকার সাবেক ক্রীড়া মন্ত্রী আলুথগামাগো।

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯৮৩ সালের পর ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। তবে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পাঁতানো ছিল বলে দাবী করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিদানন্দ আলুথগামাগে।

২০১১ বিশ্বকাপের সময় তিনি দ্বীপদেশটির ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন। লঙ্কান সংবাদমাধ্যম নিউজফাস্টের সঙ্গে এক সাক্ষাতকারে এমন দাবী করেন আলুথগামাগে। তবে আলুথগামাগে জানিয়েছেন দেশের মান সম্মানের কথা চিন্তা করে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলবেন না।

সাবেক ক্রীড়ামন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কা বিশ্বকাপের ওই ম্যাচটি জিততে পারতো। কিন্তু ফাইনাল ম্যাচটি পাতানো হয়। আমি ক্রিকেটারদের এটির সঙ্গে যুক্ত করবো না। কিন্তু একটি দল ম্যাচ পাঁতানোর সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিল। তারাই সব করেছে। দেশের মান সম্মানের কথা চিন্তা করে আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।’

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সেই ফাইনাল ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করে শ্রীলঙ্কা। ভারত মাত্র ৪ উইকেট হারিয়ে ও ১০ বল হাতে রেখে ফাইনাল ম্যাচটি জিতে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App