×

খেলা

এবার বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ালেন মুশফিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৬:২৩ পিএম

এবার বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ালেন মুশফিক

মুশফিকুর রহিম।

কদিন আগে এক কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তারের পর পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে তার গলা চেপে মেরে ফেলে। নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই এখনো যুক্তরাষ্ট্রে ক্ষোভের আগুন জ্বলছে। ব্ল্যাক লাইভস ম্যাটার বা কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান’ আন্দোলনে এখন উত্তাল যুক্তরাষ্ট্র।

এ পরিস্থিতিতে বর্ণবাদ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল ও ড্যারেন স্যামি বেশ সরব। এবার বর্ণবাদের বিরুদ্ধে দাড়ালেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম। আজ রবিবার নিজের ফেইসবুক পেইজে একটি ছবি পোস্ট করে ক্ষোভ জানিয়েছেন তিনি।

বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা সবার কাছে পরিস্কার করেছেন মুশফিক। হাতে এ বিষয়ক একটি প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেছেন মুশফিক। যেখানে লেখা রয়েছে, ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।’

মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মর্মান্তিক মৃত্যুর পর সারা বিশ্ব আবারও ফুঁসে উঠেছে বর্ণবাদের বিরুদ্ধে। এই বিক্ষোভে নানাভাবে অংশ নিচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকা ও কিংবদন্তিরাও। এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিমও যোগ দিলেন এ প্রতিবাদে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App