×

খেলা

প্রথমবার বাবা হলেন বোল্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৩:৩৪ পিএম

প্রথমবার বাবা হলেন বোল্ট

উসাইন বোল্ট ও তার বান্ধবী, ছবি: ইন্টারনেট

প্রথমবারের মতো সন্তানের বাবা হলেন ইতিহাসের দ্রুততম মানব। রবিবার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার বান্ধবী ক্যাসি বেনেট। দুই পায়ের গতিতে সমস্ত পৃথিবীকে পেছনে ফেললেও পিতৃত্বের জায়গা থেকে পিছিয়েই ছিলেন এত দিন। সে স্বাদটাও পাওয়া হলো এবার। জ্যামাইকান কিংবদন্তি এই স্প্রিন্টার গত মার্চেই বাবা হওয়ার আগাম সুখবরটা দিয়েছিলেন। জ্যামাইকান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। বোল্টের বাবা হওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, জ্যামাইকান প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস। তিনি বোল্ট ও তার বান্ধবীকে অভিনন্দন জানিয়েছেন টুইটারে। ক্যাসি বেনেটের সঙ্গে বোল্টের সম্পর্ক প্রায় ৬ বছরের। যদিও বোল্ট গোপন করে রেখেছিলেন সব কিছু। ২০১৭ সালে অবসর ঘোষণার পরই দুজনের প্রণয়ের খবরটি সামনে আসে। পুরুষদের স্প্রিন্টে প্রায় এক দশক রাজত্ব করে বোল্ট অবসর নিয়েছেন ২০১৭ সালে। এর আগেই তিনি ইতিহাস গড়েছেন ২০১৬ সালের অলিম্পিকে। ১০০ ও ২০০ মিটারে টানা তিন অলিম্পিকেই সোনা জয়ের কীর্তিটা একমাত্র বোল্টের-ই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App