×

খেলা

ইংল্যান্ডের শচিন হতেন তিনি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৬:০৭ পিএম

ইংল্যান্ডের শচিন হতেন তিনি!
ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল তারকা ফিল নেভিল, তার ফুটবল ক্যারিয়ারে সাফল্যের সবকিছুই পেয়েছেন। ম্যানইউর হয়ে ৬ বার প্রিমিয়ার লিগের শিরোপা ও ১ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ড নারী ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছেন। তবে ফিল নেভিল যদি ফুটবলার না হয়ে ক্রিকেটার হতেন তাহলে তিনি হতেন ইংল্যান্ডের রিকি পন্টিং বা শচিন টেন্ডুলকার। এমনটাই জানিয়েছেন সাবেক ইংল্যান্ড ক্রিকেট তারকা এন্ড্রু ফ্লিনটফ। কারণ তার মধ্যে সে প্রতিভা ছিল বলে জানান ফ্লিনটফ। ফিল নেভিলের সঙ্গে লেঞ্চাশায়ার ক্রিকেট ক্লাবে কিশোর বয়সে খেলেছেন এন্ড্রু ফ্লিনটফ। আর সেখানেই তিনি দেখেছিলেন ফিল নেভিলের ক্রিকেট প্রতিভা। টকস্পোর্টসের স্পোর্টস ব্রেকফাস্ট অনুষ্ঠানে ফ্লিনটফ বলেন, ‘যদি ফিল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ না দিত তাহলে সে হতো ইংল্যান্ডের রিকি পন্টিং বা শচিন টেন্ডুলকার। সে যখনই ম্যাচ খেলতে নামতো তখনই সেঞ্চুরি হাঁকাতো। আর বল করার সময় সকলকে নাকানি চুবানি খাওয়াতো। কিন্তু ও যখন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমিতে সুযোগ পেল তখন সেখানেই চলে গেল। সেখানেও সে সাফল্য পেল।’ তবে ফিল ক্যারিয়ার হিসেবে ফুটবলকে বেঁছে নিলেও ক্রিকেটের প্রতি এখনো তার বিশাল একটা টান রয়েছে। আর তাই তো ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যাচ দেখতে প্রায়ই মাঠে উপস্থিত হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App