×

খেলা

সাইকেল চালিয়ে রোষানলে শোয়েব আক্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৬:৩৭ পিএম

সাইকেল চালিয়ে রোষানলে শোয়েব আক্তার

শোয়েব আক্তার

করোনা ভাইরাসের কারণে অন্যদেশের মতো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও চলছে লকডাউন। সকলকে নির্দেশ দেয়া হয়েছে ঘরে থাকার জন্য। তাই রাস্তাঘাট ফাঁকা। আর ব্যস্ত শহর ইসলামাবাদে ফাঁকা রাস্তা পেয়ে সাইকেল চালানোর শখ জেঁকে বসে গতিদানব শোয়েব আক্তারের মাথায়। মনের ইচ্ছা পূরণ করতে সাইকেল নিয়ে রাতের বেলা রাস্তায় বেরিয়েও পরেন তিনি। সরকারী নির্দেশ অমান্য করে সাইকেল তো চালিয়েছেন আবার তা ভিডিও করে নিজের ফেসবুক অ্যাকাউন্ডে আপলোড করেন শোয়েব। আর তাতেই সমস্যা বাঁধে। তার ফেসবুকের ফলোয়াড়রা তার তীব্র সমালোচনা করেন। ফেসবুকে একজন লিখেন, ‘লিজেন্ড তোমার এভাবে বাইরে বের হওয়া ঠিক হয়নি। তোমার মুখেও মাস্ক নেই। তোমাকে অনেকেই ফলো করে। আর তুমি এমনভাবে বাইরে বের হলে অন্যরাও তাতে উৎসাহিত হবে।’ আরেকজন ফেসবুক ব্যবহারকারী তো শোয়েবকে স্বার্থপর হিসেবে আখ্যায়িত করেন। ‘এ কেমন স্বার্থপরের মতো আচরণ?। যেখানে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন সেখানে আপনি ফাঁকা রাস্তা পেয়ে আনন্দ ফূর্তি করছেন।’ আরেকজন লিখেন, ‘বিশ্বের অন্য তারকারা যখন মানুষদের ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছেন। তখন আপনি রাস্তায় ঘুরে বেরাচ্ছেন আবার তা ফেসবুকে দিচ্ছেন।’ আরেকজন লিখেন, ‘হ্যা দারুণ আবহাওয়া। তাই বলে আপনি বাইরে বের হবেন?। অনেকে আপনাকে অন্ধের মতো ফলো করে। তারাও যদি এমন মাস্ক ছাড়া বের হয় তাহলে তা কেমন হবে?।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App