×

খেলা

লঙ্কান সরকারের পাশে মালিঙ্গারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:২৫ পিএম

লঙ্কান সরকারের পাশে মালিঙ্গারা

লঙ্কান সরকারের পাশে এসএলসি

শ্রীলঙ্কা ক্রিকেটাররা করোনা তহবিলের জন্য ২৫ মিলিয়ন রুপি দেশটির রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন। করোনা যুদ্ধে লঙ্কান সরকারের পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস হানা দিয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতেও। অন্যান্য দেশের মতো শ্রীলঙ্কা সরকারও প্রতিরোধের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এ উপলক্ষে গড়েছে কোভিড-১৯ স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা তহবিল।

রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের কাছে ২৫ মিলিয়ন শ্রীলঙ্কান রুপির চেক জমা দিয়েছেন এসএলসির প্রেসিডেন্ট শাম্মি সিলভা। চেক জমা দেওয়ার সময় এসএলসির প্রেসিডেন্ট শাম্মি সিলভার সঙ্গে ছিলেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং টি- টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। শিক্ষা, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী দুলাস আলাহাপপেরুমাও এসময় উপস্থিত ছিলেন।

শ্রীলঙ্কায় ধীরে ধীরে বিস্তার লাভ করছে করোনাভাইরাস। এখনো পর্যন্ত ১৯৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪জন। আর মারা গেছেন মাত্র সাতজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App