×

খেলা

স্পেশাল বোলার সাইফউদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ১০:২৩ এএম

স্পেশাল বোলার সাইফউদ্দিন
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয় পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। তার সঙ্গে বিশ্রামে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। তাদের দুজনের জায়গায় খেলেন ডান-হাতি পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম। তবে তারা বল হাতে ভালো করতে পারেননি। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফির কণ্ঠে সাইফের প্রশংসা বেশি ঝরেছে। তাকে বাংলাদেশের স্পেশাল বোলার বলে উল্লেখ করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ৩২২ রান করে মাশরাফি বাহিনী ধরেই নিয়েছিলেন জয় নিশ্চিত। কিন্তু বাজে বোলিংয়ের কারণে প্রত্যাশিত জয়ের ম্যাচেও শেষ দিকে পরাজয়ের দুশ্চিন্তায় পড়ে যায় টাইগাররা। ডেথ ওভারে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ডোনাল্ড ত্রিপানো শেষ বলে ছক্কা হাঁকাতে ব্যর্থ হলে জিতে যায় স্বাগতিকরা। তবে বল হাতে বাংলাদেশের আল আমিন ১০ ওভারে ৮৫ রান দিয়েছে। আর ৯ ওভারে ৭৬ রান খরচ করেন শফিউল। তাই ম্যাচে সাইফউদ্দিনের অভাবটা হাড়ে-হাড়ে অনুভ‚ত হয়েছে। তাছাড়া ডান-হাতি মিডিয়াম ফাস্ট বোলিং এবং শেষ দিকে কার্যকরী ঝড়ো ব্যাটিং উভয়ের সংমিশ্রণে দারুণ এক প্যাকেজ ২৩ বছর বয়সী সাইফউদ্দিন। বিশেষ করে ডেথ বোলিংয়ে তার কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহই নেই মাশরাফির। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩২২ রান অনেক বড় স্কোর। এটা বলতেই হবে। তবে বিশেষ করে ডেথ বোলিংয়ে সাইফউদ্দিন স্পেশাল বোলার। তো এটা অবশ্যই কার্যকরী হতো। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে সাইফউদ্দিন ৭ ওভার হাত ঘুরিয়ে ২২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। তাই গত পরশু দ্বিতীয় ম্যাচটিতে সাইফউদ্দিনকে না খেলানোর বিষয় টাইগার অধিনায়ক বলেন, ও মাত্রই পিঠের ইনজুরি থেকে এসেছে। ওকে এখন বেশি চাপ দেয়াটা ঝুঁকিপূর্ণ। কারণ ওর ইনজুরিটার ধরনটাই এমন যে, এটা যদি কোনো কারণে ফিরে আসে তাহলে দেড়-দুই বছর সময় লেগে যাবে। তাই সাইফউদ্দিনকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। সেদিক থেকে আমি মনে করি, ওকে ম্যাচটা না খেলানোর সিদ্ধান্ত ভালো ছিল। ম্যাচটা হারলেও তাই বলতাম। বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের হাহাকার অনেক দিন ধরেই। তাই পেস বোলিং অলরাউন্ডারের যে হাহাকার, সেটি পূরণে কোন প্রক্রিয়া অনুসরণ করা উচিত? এমন প্রশ্নে একটু হেসে মাশরাফি বলেন, পেস বোলিং অলরাউন্ডারের অভাব অনেক দিন ধরেই। ফলে দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পদ সাইফউদ্দিন। আপনারা জানেন, একজন সাকিব পেতেই আমাদের অনেক সময় লাগছে। একজন দুর্দান্ত পেস বোলিং অলরাউন্ডার আমার শুরু থেকেই খুঁজেছি। শেষ পর্যন্ত সাইফউদ্দিনকে পাওয়া গেল। তাই আমি সব সময় মনে করি, এ দলের একটা মূল্যবান সম্পদ সাইফউদ্দিন, খুবই প্রতিভাবান ক্রিকেটার। ও এমন একজন ক্রিকেটার, যাকে আমি চিন্তা করি, যে ১০-১২ বছর বাংলদেশ ক্রিকেটকে সার্ভিস দেবে। যাই হোক অপেক্ষার প্রহর বাড়তে বাড়তে অবশেষে পাওয়া গেছে একজন পেস বোলিং অলরাউন্ডার। তাহলে সাইফউদ্দিনের মতো আরেক জন পাওয়ার জন্যও অপেক্ষা করতে হবে? নাকি যথাযথ প্রক্রিয়া মেনে এমন খেলোয়াড় পাওয়া সম্ভব? এমন প্রশ্নের চমৎকার জবাবে মাশরাফি জানান, যথাযথ সময় নিয়ে পরিচর্যা করা হলে আস্তে আস্তে ঠিকই আসবে এমন খেলোয়াড়। যেমন অনূর্ধ্ব-১৯ থেকে কিছু খেলোয়াড় আসছে। তারপর এইচপিতে যদি কাউকে খুঁজে নেয়া যায়। এটা তো আসলে এমন একটা ব্যাপার যে রাতারাতি করা সম্ভব নয়। একটা ভালো ফাউন্ডেশন তৈরি করে, একটা ভালো খেলোয়াড় পাওয়া যায়। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রেখে যথাযথ পরিচর্যা করলে হয়তো পাওয়া যাবে। একজন শান্ত বা সাইফউদ্দিনের পেছনে কিন্তু ক্রিকেট বোর্ডের অনেক ত্যাগ আছে। এ রকম আস্তে আস্তে হয়তো আসবে। একজন পেস বোলিং অলরাউন্ডার পাওয়া গেছে, ওকে দেখে হয়তো আরো তরুণ খেলোয়াড়রা নিজেদের তৈরি করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App