×

খেলা

আর্চারদের থাইল্যান্ড মিশনে থাকছে চমক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৬:০৪ পিএম

আর্চারদের থাইল্যান্ড মিশনে থাকছে চমক
আর্চারদের থাইল্যান্ড মিশনে থাকছে চমক

এশিয়ান ২১ তম আর্চারি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। ২১ নভেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু হয়ে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এই লক্ষে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ আর্চারি দল সকাল দশটায় রওনা দেবে।

আসন্ন ১৩ তম এসএ গেমসের আগে নিজেদের ঝালিয়ে নিতে ভালই সুযোগ পাচ্ছে রোমান সানারা। সংবাদ সম্মেলনে কাজি রাজিব উদ্দিন আহমেদ চপল বলেছেন, আমাদের খেলোয়াড়রা ভালো খেলবে অবশ্যই ভালো ফল আসবে। এবার আসরে একটা চমক দেখাবে আমাদের আর্চারি দল।

২১ তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ টুর্ণামেন্টে বাংলাদেশের ১৫ জন আর্চার অংশগ্রহণ করবে। পুরুষ বিভাগে রোমান সানা , হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, শাকিব মোল্লা , অসীম কুমার, সোহেল রানা, সিয়াম সিদ্দিক, আশিকুজ্জামান। আর নারী বিভাগে থাকছেন ইতি খাতুন, মেহেনাজ আক্তার মনিরা বিউটি রায় , নাসরিন আক্তার সুস্মিতা বণিক, বন্যা আক্তার, শ্যামলী রায়।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আর্চারি ফেডারেশন এর সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, রশিদুজ্জামান সেরনিয়াবাত টিম ম্যানেজার, প্রধান কোচ মাটিন ফ্রেডরিক, সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জাফর উদ্দিন সিদ্দিকী।

/এসএইচ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App