×

খেলা

ভোরে দাদার আত্মহত্যার খবর শুনেও খেললেন বুমরাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭, ১১:৩২ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে রোববার প্রথম ওয়ানডেতে মাঠে ত্রাহী ত্রাহী দশাই হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। মাত্র ১১২ রানে অল আউট হয়ে ম্যাচটি তারা হেরেছে ৭ উইকেটে। ভারতীয় পেস আক্রমণের অন্যতম ভরসা জাসপ্রিত বুমরা এই ম্যাচে খেলেছেন। কিন্তু, সকালেই তিনি শুনে এসেছেন তার দাদার ‘আত্মহত্যার’ ভয়ংকর খবর। দু’দিন ধরে নিখোঁজ থাকা দাদা সান্তোক সিনহা বুমরার লাশ আহমেদাবাদের সবরমাটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। খবর: এনডিটিভি। সবরমাটি থানার (পূর্ব) ওসি ধর্মেন্দ্র সিনহা সোলাঙ্কি পিটিআইকে জানান, রোববার ভোরে নদী থেকে সান্তোক সিনহা বুমরার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ৮৪ বছর বয়স্ক সান্তোক সিনহা আত্মহত্যা করেছেন। ভাসতারাপুর থানায় গত শুক্রবার তার নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন শ্যালিকা রাজিনদার বুমরা। অভিযোগে বলা হয়, গত ১ ডিসেম্বর সান্তোক সিনহা উত্তরখণ্ড থেকে নাতি জাসপ্রিত বুমরার সঙ্গে দেখা করতে আহমেদাবাদে যান। কিন্তু, শুক্রবার তিনি কাউকে না বলে ভাসতারাপুরের বাসা থেকে বেরিয়ে যান। এরপর অনেক সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি সোলাঙ্কি বলেন, ‘আমরা লাশ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় একটি আত্মহত্যার মামলা করা হয়েছে।’ ২৪ বছর বয়সী পেসার জাসপ্রিত বুমরা আহমেদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি এখন ভারতীয় ওয়ানডে ও টি-২০ দলের নিয়মিত সদস্য। সম্প্রতি ডাক পেয়েছেন জানুয়ারি মাসে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে। অবশ্য শোক কাটিয়ে রোববার ভারতীয় দলের লজ্জাজনক হার ঠেকাতে পারেননি বুমরা। ধর্মশালায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে প্রথমে ভারত ২৯ রানে ৭ উইকেট হারায়। এরপর সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৬৫ রানে ভর করে স্বাগতিকরা ৩৮.২ ওভারে করে ১১২ রান। ১১৩ রানের ছোট লক্ষ্য শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায়। ব্যাট হাতে ১৫ বল খেলেও বুমরা কোনো রান সংগ্রহ করতে পারেননি। তবে বল হাতে ৭ ওভারে ৩২ রান খরচায় এক উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App