×

খেলা

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৭, ০৩:০৪ পিএম

শেষ চার থেকে ফাইনালে ওঠার এলিমিনেটর রাউন্ডে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। হারলেই বিদায়। জিতলে টিকে থাকবে ফাইনালে খেলার স্বপ্ন। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে নেওয়ার জন্য একাদশে ৭টি পরিবর্তন এনেছিল রংপুর। দ্বিতীয় সারির দলই খেলিয়েছিল তারা। তবে এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে মূল একাদশের খেলোয়াড়দের ফিরিয়ে এনেছে তারা। এদিন একাদশে মোট পরিবর্তন ৫ টি। বাদ পড়েছেন অ্যাডাম লিথ, স্যামুয়েল বাদ্রি, ইবাদত হোসেন, শাহরিয়ার নাফীস ও আব্দুর রাজ্জাক। ফিরেছেন অধিনায়ক মাশরাফি। তার সঙ্গে ফিরেছেন ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, সোহাগ গাজী ও নাজমুল ইসলাম অপু। ২ টি পরিবর্তন এনেছে খুলনা দলেও। একাদশে ঢুকেছেন জফরা আর্চার ও তানভীর ইসলাম। বাদ পড়েছেন বেনি হাওয়েল ও মোশারফ হোসেন রুবেল। একাদশ- খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাইকেল ক্লিঙ্গার, আফিফ হোসেন ধ্রুব, নিকোলাস পুরান, কার্লোস ব্র্যাথওয়েট, আরিফুল হক, মোহাম্মদ ইরফান, তানভীর ইসলাম, জফরা আর্চার ও আবু জায়েদ রাহী। রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাহিদুল ইসলাম, জনসন চার্লস, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী ও লাসিথ মালিঙ্গা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App