×

খেলা

অক্টোবরে দলবদল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ০২:৪২ পিএম

অক্টোবরে দলবদল
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী ঘরোয়া মৌসুমের দলবদলের নতুন তারিখ ঘোষণা করেছে। অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল খেলোয়াড়দের দলবদল। পাশাপাশি লিগে অংশ নেয়া ক্লাবগুলোর অংশগ্রহণ ফি কমানোরও সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এর আগে ঘরোয়া ফুটবলে বিপিএল ফিরতি পর্বের খেলা চলাকালীন সময়েই বাফুফে পরবর্তী মৌসুমের দলবদল ও খেলার সময়সূচি নির্ধারণ করেছিল। সে সূচি অনুযায়ী ১৬ আগস্ট ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ছিল দলবদল, ২১ সেপ্টেম্বর ছিল ফেডারেশন কাপ শুরুর তারিখ আর ডিসেম্বর থেকে মে ছিল বিপিএলের সময়সূচি। কিন্তু তখন ফুটবল মৌসুমের দলবদলের নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে নিয়ে আসার প্রতিবাদে সোচ্চার ছিল বেশ কিছু ক্লাব। সংবাদ সম্মেলন করে দলবদল বর্জনের হুমকিও দেয় বাংলাদেশ ফুটবল ক্লাবস এসোসিয়েশন। বেশ কিছু ক্লাবের আপত্তির মুখে তাদের নিয়ে বৈঠক করে বাফুফে। এরপর লিগের অধিকাংশ ক্লাবের যে দাবি ছিল তা মেনে নিয়ে, পরিবর্তন করা হয় দলবদলের সময়। একই সঙ্গে বাৎসরিক ক্যালেন্ডার নির্ধারণ নিয়েও ক্লাব ও বাফুফে সমঝোতায় পৌঁছে সিদ্ধান্তে উপনীত হয়। পাশাপাশি পেশাদার লিগে অংশ নেয়া ক্লাবগুলোর অংশগ্রহণ ফি’র পরিমাণ ৩০ লাখ থেকে কমিয়ে ২০ লাখ টাকা করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন, স্টেডিয়াম সংস্কারসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছে বাফুফে। এ ছাড়া প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ অংশগ্রহণে একটি টুর্নামেন্টের মাধ্যমে ২০১৮-১৯ মৌসুম শেষ করার পরিকল্পনার রয়েছে বাফুফের। সম্প্রতি জাতীয় বাজেটে ফুটবলের জন্য ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তুাব রাখা হয়েছে। এই অর্থ জাতীয় দল, মহিলা দল ও ফুটবলের উন্নয়নের পেছনে ব্যয় হবে। এদিকে নতুন মৌসুমের দলবদল কাগজে-কলমে শুরু না হলেও আগেভাগেই কাজ গুছিয়ে রাখছে ক্লাবগুলো। টানা তৃতীয় মৌসুমের জন্য সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। গত সপ্তাহে ক্লাবটির সঙ্গে আগামী মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। জামাল ভঁ‚ইয়া ছিলেন ডেনমার্ক প্রবাসী। ২০১৪ সালে তিনি শেখ জামাল ধানমন্ডির হয়ে দেশের ঘরোয়া ফুটবলে খেলা শুরু করেন। দুই মৌসুম পর তিনি যোগ দেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। ২০১৭ সালে তিনি নাম লেখান সাইফ স্পোটিংয়ে। সাইফে পর পর দুই মৌসুম খেলার পর ফের একই ক্লাবে রয়ে গেলেন। জামাল ভূঁইয়া বাৎসরিক ৬০ লাখ টাকার বেশি বেতনে সাইফের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। অন্যদিকে তিন মৌসুম ধরে আরামবাগ ক্রীড়া সংঘে খেলা মিডফিল্ডার রবিউল হাসান আগামী মৌসুমে খেলবেন বসুন্ধরা কিংসের হয়ে। বিশ্বস্ত সূত্রমতে, ৫০ লাখ টাকায় বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন তিনি। ২০১৮ সালে আরামবাগকে স্বাধীনতা কাপের শিরোপা এনে দেয়ার স্বীকৃতিস্বরূপ গেল মৌসুমে তার কাঁধেই ছিল আরামবাগের আর্মব্যন্ড। কোচ মারুফুল হকের হাত ধরে তারুণ্য নির্ভর আরামবাগ বেশ কয়েকটি বড় ক্লাবকে পেছনে ফেলে হয় পঞ্চম। আর ব্যক্তিগতভাবে ঝলক দেখিয়ে রবিউল জিতে নেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে রবিউলের পারফরমেন্স আরও বেশি উজ্জ্বল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App