×

খেলা

অপ্রতিরোধ্য পেরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৯, ১২:৪৫ পিএম

অপ্রতিরোধ্য পেরি
ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ খেলে দেশে ফিরে গেছে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল। এই দুই দেশের নারী ক্রিকেট দল এবারের সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলেছে। পুরো সিরিজেই আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে তারা। সিরিজের একমাত্র টেস্টটি ড্র হয়। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিও ২-১ এ জিতে নেয় তারা। অস্ট্রেলিয়ার এমন অসাধারণ পারফরমেন্সের পেছনে সবচেয়ে বড় অবদান অলরাউন্ডার এলিস পেরির। পুরো সিরিজেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা পেরি কেন সবার শীর্ষে তা এই সিরিজেই খুব ভালোভাবে প্রমাণ করেছেন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ছিলেন উজ্জ্বল। সেই ম্যাচটিতে করেছিলেন ৬৪ রান। এরপর তৃতীয় ও শেষ ম্যাচে গড়ে ফেলেন অনবদ্য এক ইতিহাস। ম্যাচটিতে মাত্র ২২ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন তিনি। সেই ম্যাচটিতে তার বোলিং নৈপুণ্যে নারী বিশ^চ্যাম্পিয়নদের মাত্র ৭৫ রানে আটকে দিতে সমর্থ হয় অজিরা। আগে সবার ধারণা ছিল পেরি শুধু একজন ভালো বোলার। কিন্তু এবারের সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটিতে সেটি আবার ভুল প্রমাণ করেন তিনি। টেস্ট ম্যাচটির প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পেয়ে যান সেঞ্চুরির দেখা। করেন ১১৬ রান। এরপর দ্বিতীয় ইনিংসে করেন ৭৬ রান। তার সেঞ্চুরির ওপর ভর করেই টেস্টটি ড্র করতে সমর্থ হয় অজিরা। এর আগে ২০১৭ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি করেছিলেন ২১৩ রান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নিজের সাফল্যের ছাপ রাখেন তিনি। এবারের সিরিজে সব মিলিয়ে ৩৭৮ রান করার পাশাপাশি ১৫টি উইকেট পেয়েছেন পেরি, যা এই সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App