×

খেলা

নির্দোষ নেইমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০১:০৮ পিএম

নির্দোষ নেইমার
নেইমারের বিরুদ্ধে ওঠা ধর্ষণ অভিযোগের কোনো প্রমাণ পায়নি ব্রাজিলিয়ান পুলিশ। গত মাসে ফুটবলের এই সুপারস্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল কন্যা নাজিল্লা ত্রিনিদাদ। পুলিশের কাছে তিনি অভিযোগ করেন তাকে প্যারিসে ডেকে নিয়ে এনে একটি হোটেলে জোর করে ধর্ষণ করেন নেইমার। তবে নাজিল্লার সেই অভিযোগের কোনো প্রমাণ পায়নি সাও পাওলোর পুলিশ। পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, ধর্ষণের অভিযোগকারী শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে পারেননি। তাই এই মামলা থেকে নেইমারকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আদালতের কাছে পুলিশ তদন্ত রিপোর্ট জমা দিবে। আগামী ১৫ দিনের মধ্যে আদালত চ‚ড়ান্ত রায় দিবে তার বিরুদ্ধে মামলা চলবে কি, চলবে না এ ব্যাপারে। এদিকে ধর্ষণের অভিযোগ ওঠার পর পরই নেইমার বলেছিলেন তিনি কাউকে জোর করে ধর্ষণ করেনি, যা হয়েছিল দুজনের সম্মতিতেই। উল্টো তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন- ভিডিওটিতে দেখা যায় নাজিল্লা তাকে কিল-ঘুষি দেয়ার চেষ্টা করছেন। তখন নেইমার নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন। তা ছাড়া নেইমার ওই মডেল ও তার মধ্যে আদান-প্রদান হওয়া হোয়াটসঅ্যাপের কিছু অন্তরঙ্গ মেসেজও প্রকাশ করেন। তার প্রকাশ করা একটি মেসেজে নাজিল্লার একটি খোলামেলা ছবিও রয়েছে। তিনি মেসেজগুলো প্রকাশের মাধ্যমে বোঝাতে চেয়েছেন তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই ছিল এবং তাদের মধ্যে যা হয়েছে সব দুজনের সম্মতিতেই। তবে ধর্ষণের মামলা থেকে বাঁচলেও নাজিল্লার অনুমতি ছাড়া তার অন্তরঙ্গ ছবি প্রকাশের দায়ে শাস্তির মুখোমুখি হবেন নেইমার। এটি নিয়ে এখন তদন্ত চালিয়ে যাবে পুলিশ। এই অভিযোগে ফেঁসে গেলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে নেইমারের। এদিকে নাজিল্লা জানিয়েছেন নেইমারের বিরুদ্ধে অভিযোগ করার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় হেনস্তার শিকার হয়েছেন। তা ছাড়া তিনি মানসিক অশান্তিতেও ভুগছেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, নেইমার আমার সঙ্গে প্রতারণা করেছে, ওই ঘটনার পর থেকে আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমি এখন মনোবিষজ্ঞদের শরণাপন্ন হচ্ছি। তিনি আরো জানান, নেইমারের বিরুদ্ধে মামলা করার পর তার সাবেক স্বামী তার নিজের ছেলের সঙ্গে তাকে দেখা করতে দিচ্ছেন না। নেইমার ক্ষমতাবান হওয়ায় তিনি ন্যায় বিচার পাবেন না বলেও জানান তিনি। তবে তিনি বিচারের জন্য লড়াই করে যাবেন বলেও জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App