×

খেলা

ওজিলের বিয়েতে এরদোগান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০১৯, ০২:৪৩ পিএম

ওজিলের বিয়েতে এরদোগান
জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিল এক বছরের প্রেমকে গত পরশু চূড়ান্ত পরিণয়ে রূপ দিয়েছেন। ৩০ বছর বয়সী এ ফুটবলার বিয়ে করেছেন প্রেমিকা আমিনা গুলসকে। বিয়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তার স্ত্রী আমিনা এরদোগান। ওজিলের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক থাকার কারণেই বিয়েতে প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ পান তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে বসফরাসের তীরে একটি বিলাসবহুল হোটেলে এই বিয়ের অনুষ্ঠান হয়। তবে মেসুত ওজিল ও তার স্ত্রী গুলস তাদের বিয়ের দিনটিকে আরো স্মরণীয় করে রাখলেন যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার আহত শিশু এবং অসহায় ও দুস্থদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে। বিয়ে উপলক্ষে ওজিল ও গুলস দম্পতি তুর্কি রেড ক্রিসেন্টে বড় অঙ্কের অর্থ দান করেন। জানা গেছে, আগুনে পোড়া শিশুসহ পা, ঠোঁট ও তালুর সমস্যায় ভোগা প্রায় ১ হাজার রোগীর অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করছেন ওজিল ও আমিনা দম্পতি। এ ছাড়া বিয়ের আগে মেসুত ওজিল তার আমন্ত্রিত অতিথিদের প্রতি আহবান জানিয়েছেন, বিয়েতে তারা যদি কোনো উপহার দিতে চান সেগুলো যেন দরিদ্র শিশুদের নিয়ে কাজ করে এমন কোনো প্রতিষ্ঠানে দান করেন। ওজিলের স্ত্রী গুলস পেশায় মডেল ও অভিনেত্রী। তিনি তুর্কি বংশোদ্ভূত হলেও সুইডেনের নাগরিক। ২০১৪ সালে ‘মিস তুর্কি’ নির্বাচিত হন তিনি। একই বছর ‘মিস ওয়ার্ল্ড-২০১৪’ এ অংশ নেন। ওজিলের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। গত পরশু ওজিলের বিয়ে উপলক্ষে তুরস্কের রেড ক্রিসেন্টে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও উদ্বাস্তুদের জন্য খাবারের আয়োজন করা হয়। প্রায় ১৫ হাজার সিরিয়ান অভিবাসীকে নৈশভোজ করানো হয়। এর আগেও দাতব্য কাজে নিজেকে জড়িত রেখেছিলেন ওজিল। ২০১৪ বিশ^কাপ জয়ের পর তিনি টুর্নামেন্ট থেকে পাওয়া তার পুরো ২ লাখ ৪০ হাজার পাউন্ডই দান করেন ব্রাজিলের ২৩ শিশুর অস্ত্রোপচারের জন্য। এবারের অর্থ সংগ্রহ নিয়ে ওজিল বলেন, পেশাদার ফুটবলার হওয়ায় আমি অনেক সৌভাগ্যবান এবং সমাজে ভালো একটি অবস্থানে আছি। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা পারবেন খুশি মনে এই বিশেষ সহয়তা কাজে এগিয়ে আসবেন। আমি এবং গুলস ১ হাজার শিশুর অস্ত্রোপচারের জন্য যে উদ্যোগ নিয়েছি তার পূর্ণতাদানের জন্য সবার সহায়তা একান্ত প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App