×

খেলা

আবারো সেই ইনফান্তিনো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৯, ০২:৫৩ পিএম

আবারো সেই ইনফান্তিনো
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফার টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের অভিবাবক সংস্থার প্রধান পদে এই সুইস-ইতালিয়ান ফুটবল কর্মকর্তার কোনো প্রতিদ্ব›দ্বী ছিল না। গত বুধবার প্যারিসে অনুষ্ঠিত ফিফার গভর্নিং বডির কংগ্রেসে ইনফান্তিনোকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। আগামী চার বছরের জন্য ফিফার সভাপতির দায়িত্ব পালন করবেন ৪৯ বছর বয়সী এই সুইস-ইতালিয়ান। এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৮ বছর সভাপতির দায়িত্বে থাকা সেপ ব্লাটারের জায়গায় দায়িত্ব পান ইনফান্তিনো। তৎকালীন সভাপতি ব্লাটারের কেলেঙ্কারিতে টালমাটাল ছিল ফিফা। তখনই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি পদে বসেন ইনফান্তিনো। দায়িত্ব নেয়ার পর বিভিন্ন ইস্যুতে দারুণ সফলতা দেখানোয় তাকে দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব দেয়া হলো। প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার পরপরই ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দল করার প্রস্তাবনা দিয়ে প্রশংসিত হন ইনফান্তিনো। সম্প্রতি ফিফা ক্লাব বিশ্বকাপের দল সংখ্যা বাড়িয়ে ২৪-এ উন্নীত করার ঘোষণা দেন তিনি। আবারও দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন ইনফান্তিনো। তিনি বলেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ঘৃণা করেন, আমি তাদের সবাইকেই ভালোবাসি। আপনারা আস্থা রাখায় আমি খুব গর্বিত। এখন সবকিছুই খোলামেলা ও স্বচ্ছ। ফিফাতে অনৈতিক কিছু করতে গোপনে টাকা দেয়া সম্ভব নয়। এখানে দুর্নীতির কোনো জায়গা নেই। প্রথম মেয়াদে নিজের দায়িত্ব নিয়ে এই কর্মকর্তা আরও বলেছেন, গত তিন বছর ৪ মাস নিশ্চয় একেবারে নিখুঁত হয়নি। আমি অবশ্যই ভুল করেছি। কিন্তু আমি আরও ভালো করার চেষ্টা সবসময় করে গেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App