×

খেলা

শারাপোভার নাম প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০১৯, ০৪:৩৩ পিএম

শারাপোভার নাম প্রত্যাহার
আগামী ২৬ মে থেকে অনুষ্ঠিতব্য ফ্রেঞ্চ ওপেনে খেলা হচ্ছে না মারিয়া শারাপোভার। কাঁধের চোটের কারণে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন শারাপোভা। ২০১২ ও ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেন পাঁচটি গ্র্যান্ডস্ল্যামের মালিক শারাপোভা। গত বছর অবশ্য ফ্রেঞ্চ ওপেনে তার বিদায় হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। তৃতীয় বাছাই গ্যাব্রিন মুগুরুজার বিপক্ষে ৬-২ ও ৬-১ গেমে হেরেছিলেন তিনি। এর আগে মাদক গ্রহণের দায়ে ১৫ মাসের নিষেধাজ্ঞা শেষে ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেনে ফিরলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই রাশান সুন্দরী। জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনেও ছিলেন নিজের ছায়া হয়ে। অস্ট্রেলিয়ার অ্যাশলেগ বার্টির বিপক্ষে হেরে বিদায় নেন ১৬তম রাউন্ড থেকে। ৩২ বছর বয়সী রুশ সেনসেশনকে জানুয়ারির পর থেকে কোর্টে দেখা যায়নি। ফেব্রুয়ারিতে একটা ছোট অস্ত্রোপচারও করতে হয়েছে তার শরীরে। এরপর ফ্রেঞ্চ ওপেনে ফেরার ইচ্ছে থাকলেও কাঁধের চোটের কারণে দর্শক হয়ে থাকতে হচ্ছে নারী এককের এই ৩৫ নাম্বার বাছাইকে। তবে নাম প্রত্যাহারের যন্ত্রণাটা ছুঁয়ে গেছে দুবারের ফ্রেঞ্চ ওপেনজয়ী শারাপোভাকে, মাঝেমধ্যে সঠিক সিদ্ধান্ত নেয়া খুব সহজ নয়। প্রসঙ্গত, ২৬ মে থেকে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনের পর্দা নামবে ৯ জুন। ফ্রেঞ্চ ওপেন হচ্ছে একটা বড় টেনিস টুর্নামেন্ট, যা মে মাসের শেষ ও জুন মাসের শুরুতে দুসপ্তাহব্যাপী ফ্রান্সের প্যারিসে স্টাডে রোল্যাঁ গ্যাঁরোতে অনুষ্ঠিত হয়। এটা বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট এবং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লে কোর্ট টেনিস টুর্নামেন্ট। রোল্যাঁ গ্যাঁরোই একমাত্র গ্র্যান্ডস্ল্যাম যা ক্লে কোর্টে অনুষ্ঠিত হয়। ফরাসি ওপেনের টুর্নামেন্টে নারী ও পুরুষ এককে বিজয়ী প্রাইজমানি হিসেবে পান ২.৩ মিলিয়ন ইউরো। রানার্সআপ তারকা পান ১.১৭ মিলিয়ন ইউরো। প্রথম রাউন্ডে ছিটকে পড়া প্রতিযোগীরা প্রাইজমানি পান ৪৬ হাজার ইউরো। এ ছাড়া দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ারা পান ৮৫ হাজার ইউরো। সেমিফাইনাল থেকে বিদায়ী দুজন ৬ লাখ ইউরো। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া প্রতিযোগীরা পান ৪ লাখ ৫ হাজার ইউরো। এ ছাড়া মূল পর্বে আসার আগে বাছাই পর্ব থেকে বাদ পড়া তারকারা ২৪ হাজার ইউরো পান। ফ্রেঞ্চ ওপেনের প্রাইজমানি এখনো অন্যান্য গ্র্যান্ডস্ল্যামের তুলনায় কমই। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনও প্রাইজমানি বাড়িয়েছে। ২০১৮ সালের আসরে এককে চ্যাম্পিয়ন পেয়েছেন ২৫ লাখ ইউরো। গত বছর উইম্বলডনজয়ী রজার ফেদেরার ও গারবিনে মুগুরুজারা প্রত্যেকেই পেয়েছেন ২৫ লাখ ১০ হাজার ইউরোর চেক। এ ছাড়া ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও স্লোয়ান স্টিফেনস জিতেছেন ৩০ লাখ ইউরো করে (৩৭ লাখ ডলার)। এ তুলনায় ফ্রেঞ্চ ওপেন পিছিয়েই। রোমান সুন্দরী সাইমন হালেপ নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন, যা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা। আর পুরুষ এককে রাফায়েল নাদাল, তবে এটা তার ১৭তম একক গ্র্যান্ডস্ল্যাম শিরোপা এবং ফ্রেঞ্চ ওপেনে ১১তম শিরোপা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App