×

খেলা

মরগানের প্রত্যাশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ০২:৪৮ পিএম

মরগানের প্রত্যাশা
ইল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে স্বাগতিকরা চাপমুক্ত থাকতে পারবে বলে বিশ্বাস করেন দলের অধিনায়ক ইয়ন মরগান। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাচ্ছে ওয়ানডের সবচেয়ে মর্যাদাকর আসর। বিশ্বকাপের উদ্বোধনী দিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে ইংলিশরা। বিশ্বকাপের আগে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে ইয়ন মরগানের দল। স্বাগতিক হওয়ার সুবাদে ইংল্যান্ডের জন্য আসন্ন বিশ্বকাপটি অনেক বেশি চ্যালেঞ্জিং। তবে এই চ্যালেঞ্জ নিতে দল প্রস্তুত বলে মনে করেন ইংলিশ অধিনায়ক মরগান। তিনি বলেন, দেশের মাটিতে বিশ্বকাপ খেলার চাপ অবশ্যই থাকবে। তবে আমরা সেই চাপ নিতে প্রস্তুত। গেল তিন বছরে আমরা অনেক বেশি পরিপক্ব হয়েছি। তাই চাপমুক্ত হয়ে দল ভালো খেলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App