×

খেলা

মৌসুমীদের প্রতিপক্ষ মঙ্গোলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ০২:৩২ পিএম

মৌসুমীদের প্রতিপক্ষ মঙ্গোলিয়া
গ্রুপ পর্বের লড়াই শেষ। সেই লড়াইয়ে উত্তীর্ণ হয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ চারের টিকেট পেয়েছে বাংলাদেশ, লাওস, কিরগিজস্তান ও মঙ্গোলিয়া। গ্রুপ পর্ব শেষে দুই দিনের বিরতির পর আজ থেকে মাঠে গড়াচ্ছে সেমিফাইনালের খেলা। যেখানে প্রথম সেমিফাইনালে আজ সন্ধ্যা ৬টায় লাওসের মুখোমুখি হবে কিরগিজস্তান। ‘এ’ গ্রুপ থেকে সেরা হয়ে সেমিতে উঠেছে লাওস। অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমির টিকেট পেয়েছে কিরগিজস্তান। বরাবরের মতো লাওস-কিরগিজস্তানের ম্যাচটিও হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আগামীকাল একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে ওঠা স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। তবে ম্যাচটির আগে বড় দুঃসংবাদই পেয়েছে বাংলাদেশ দল। লাল-সবুজের প্রতিনিধিদের আক্রমণভাগের দুই অভিজ্ঞ খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্নার এই ম্যাচে খেলতে পারা নিয়ে শঙ্কা রয়েছে। কিরগিজস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার সময় চোট পান তারা। সিরাত জাহান স্বপ্নার চোট ডান পায়ের হাঁটুতে। আর একই পায়ে চোট পেয়েছেন কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা ও স্বপ্নার চোট প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি জানান, দুজনের পায়েই এমআরআই করা হয়েছে। অবস্থা কেমন সেটা জানা যাবে রিপোর্ট পাওয়ার পর। মঙ্গোলিয়ার বিপক্ষে সেমিফাইনালে তারা খেলবে কিনা সে বিষয়ে এখনো চ‚ড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব। বাংলাদেশ ফুটবল দলের মেয়েদের কোচ আরো জানান, দুজনের মধ্যে কৃষ্ণার সেমিতে খেলার কিঞ্চিত সম্ভাবনা থাকলেও মঙ্গোলিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে স্বপ্নাকে নাও পাওয়া যেতে পারে। এদিকে কোচের সঙ্গে কথা বলার পর স্বপ্নার কাছে পায়ের ইনজুরির অবস্থা কেমন তা জানতে চাওয়া হলে তিনি বলেন, জানি না। দোয়া করবেন। চলতি বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের সেমিতে ওঠার পেছনে স্বপ্ন ও কৃষ্ণা দুজনেরই বড় অবদান রয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলের জয় পায় মিসরাত জাহান মৌসুমীর দল। ওই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে আক্রমণভাগের দুই তারকা স্বপ্না ও কৃষ্ণা প্রত্যেকেই একটি করে গোল করেন। কৃষ্ণা গোল পান পরের ম্যাচেও। কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হওয়ার ওই ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করেন সানজিদা আক্তার। আর কৃষ্ণার করেন দ্বিতীয় গোলটি। কৃষ্ণা ও স্বপ্না খেলতে না পারলে বাংলাদেশ দলের আক্রমণভাগে যে কিছুটা হলেও দুর্বলতা তৈরি হবে সেটা বলা যায়। তবে অন্য খেলোয়াড়দের ওপর আস্থা রয়েছে কোচ ছোটনের। কিরগিজস্তানের বিপক্ষে স্বপ্না চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ম্যাচের ২৫ মিনিটের মাথায়। আর ম্যাচের ৭৩ মিনিটের মাথায় একই কারণে মাঠ ছাড়েন কৃষ্ণা। তাদের পরিবর্তে ম্যাচের অবশিষ্ট সময়ে বাংলাদেশ দলের আক্রমণভাগ সামাল দিয়েছিলেন মারজিয়া ও তহুরা খাতুন। তাদের পারফরমেন্সে সন্তুষ্ট মৌসুমী-কৃষ্ণাদের কোচ। তিনি বলেন, বদলি হিসেবে নেমে মারজিয়া ও তহুরা দারুণ খেলেছে। আমাদের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। আশা করি, কোনো সমস্যা হবে না। এদিকে সেমিফাইনাল উপলক্ষে গতকাল মতিঝিলের বাফুফে ভবনে চার দলের কোচ ও অধিনায়করা সংবাদ সম্মেলনে উপস্থিত হন। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হলেও সেমিতে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মঙ্গোলিয়ার কোচ গ্যান্ডবোল্ড ও অধিনায়ক আন্ড্রাল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অসংখ্য গোলের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। একই অবস্থা দেখা গেছে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচেও। তবে এই অবস্থার পুনরাবৃত্তি চান না বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। যেহেতু ম্যাচটি ফাইনালে ওঠার তাই কোনো সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। পাশাপাশি মঙ্গোলিয়াকে সমীহ করে করে বাংলাদেশ দলের কোচ বলেন, লড়াইটা সেমিফাইনালের বলে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গোলিয়া বেশ ভালো দল। ভালো খেলেই তারা সেমিতে উঠেছে। তাই আমরা তাদের নিয়ে সতর্ক। অধিনায়ক মৌসুমীর মুখেও প্রকাশ পেয়েছে একই কথা। এ ছাড়া সেমিফাইনালে জিতে ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী লাওসের অধিনায়ক আফহাত সালা ও কিরগিজস্তানের দলপতি আওয়াভোক তকতোভলোটভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App