×

খেলা

আশাবাদী আশরাফুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ০২:৫৪ পিএম

আশাবাদী আশরাফুল
বাংলাদেশ ক্রিকেটের অসংখ্য ইতিহাসের সঙ্গে মিশে আছে মোহাম্মদ আশরাফুলের নাম। বয়স এখনো ৩৪। সবকিছু ঠিকঠাকভাবে চললে হয়তো দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাতেন তিনিও। কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রেখেছে একসময় বাংলাদেশ ক্রিকেটের ‘আশার ফুল’ হিসেবে পরিচিতি পাওয়া এই ডানহাতি ব্যাটসম্যানকে। তবে জাতীয় দল থেকে দূরে থাকলেও ক্রিকেট ও টাইগারদের পারফরমেন্স নিয়ে মাঝেমধ্যেই কথা বলতে হয় আশরাফুলকে। আসন্ন ইংল্যান্ড-ওয়েলশ বিশ^কাপে মাশরাফি বিন মুর্তজার দলের সম্ভাবনা নিয়ে গতকাল সংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের জার্সিতে ১৭৮টি ওয়ানডে ম্যাচ খেলা এই ক্রিকেটার। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। এবার লক্ষ্যটা আরেকটু বড়। দ্বাদশ বিশ্বকাপে সাকিব-তামিমদের লক্ষ্য অন্তত সেমিফাইনালে খেলা। এ লক্ষ্য পূরণ করতে হলে রাউন্ড রবিন লিগ পর্বের ৯ ম্যাচের মধ্যে অন্তত ৫টিতেই জিততে হবে টাইগারদের। কাজটা মোটেই সহজ নয়। তবে কাজটা কঠিন হলেও একেবারে অসম্ভব নয় মাশরাফি বিন মুর্তজার দলের জন্য। কেননা গত কয়েক বছর ধরে ওয়ানডেতে টাইগাররা দারুণ পারফর্ম করছে। বিশ্বকাপে টাইগারদের টাইগারদের সম্ভাবনা ও কোন কোন দেশকে হারানো সম্ভব সে প্রসঙ্গে বলতে গিয়ে গতকাল মিরপুর স্টেডিয়ামের বিসিবি লাউঞ্জে সাংবাদিকদের কাছে আশরাফুল জানান, বাংলাদেশের লক্ষ্য বিশ্বকাপের সেমিতে খেলা। আর লক্ষ্যটাকে বাস্তবে রূপ দিতে হলে অন্তত ৫টি জয় প্রয়োজন। আমরা ধরে নিচ্ছি যে, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান ও উইন্ডিজকে হারাবে টাইগাররা। এতেও কাজ হবে না। এক্ষেত্রে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনো একটা দলের বিপক্ষে জয় পাওয়াটা জরুরি। তারমানে এটা নয় যে, ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াকে হারানো আমাদের পক্ষে অসম্ভব। সব দলের বিপক্ষেই জয় পাওয়ার সামর্থ্য টাইগারদের রয়েছে। কিন্তু কন্ডিশনের কথা বিবেচনা করলে কাজটা সত্যিই বেশ কঠিন। ইংলিশ কন্ডিশনে উইকেট হবে পেসবান্ধব এবং প্রায় প্রতিটি ম্যাচেই ৩০০’র বেশি রান উঠবে স্কোরবোর্ডে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা বর্তমানে যে ফর্মে আছে তাতে ৩০০ রান করা সম্ভব বলে মনে করেন আশরাফুল। তার মতে, আমরা অতীতে কখনো বিশ^কাপে ৩০০ রান করিনি। কিন্তু আমাদের সার্মথ্য আছে। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা অনেক অভিজ্ঞ। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মাটিতে তামিম অসাধারণ খেলেছে। মুশফিকের পারফরমেন্সও ছিল দুর্দান্ত। আর গত বিশ্বকাপে মাহমুদউল্লাহ দুটি সেঞ্চুরি করেছে। তাদের সঙ্গে লিটন, সাব্বির ও সৌম্য তো আছেই। আমি মনে করি, যে ধরণের উইকেটে খেলা হবে তাতে ৩০০ রান করা বাংলাদেশের পক্ষে অসম্ভব নয়। প্রতি ম্যাচেই সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App