×

খেলা

সাইফউদ্দিনকে নিয়ে শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ০৪:৫৭ পিএম

সাইফউদ্দিনকে নিয়ে শঙ্কা
আর মাত্র ৫০ দিন পর মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। দিন যত ঘনিয়ে আসছে টাইগার সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। মাহমুদউল্লাহর পর মিরাজ এবার মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরি ভাবাচ্ছে তাদের। টাইগার কোচ স্টিভ রোডস তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে আশার যে জাল বুনছেন তাতে কালো মেঘের ঘনঘটা। কারণ ডান হাতে টেনিস এলবোর সমস্যায় ভুগছেন বাংলাদেশ দলের দুর্দান্ত অলরাউন্ডার সাইফউদ্দিন। চোটের কারণে বিশ্রামে থাকতে বলা হলেও ডিপিএলে ঠিকই মাঠে নামতে দেখা যাচ্ছে তাকে। এভাবে চোটটা যদি আরো বেশি ভোগায়, তাহলে বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হতে পারে শঙ্কা। বিশ্বকাপ তো আর প্রিমিয়ার লিগ নয়। এই মঞ্চে অর্ধেক সুস্থ নয়, পুরো সুস্থ খেলোয়াড়কেই প্রয়োজন। সাইফউদ্দিনের ইনজুরি লুকিয়ে খেলা নিয়ে যেন জল্পনা-কল্পনা কাটছেই না। ফিজিওর সুস্পষ্ট বিধি-নিষেধ থাকার পরও সাইফউদ্দিন কেন ইনজেকশন না নিয়ে লিগ খেলছেন, এ ব্যাপারে জানতে চাওয়া হয় জাতীয় দলের কোচ স্টিভ রোডসের কাছে। তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। রোডস জানিয়েছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সাধারণত চেষ্টা করি সাংবাদিকদের সাহায্য করতে। কিন্তু এই পরিস্থিতিতে আমাকে শুধু নো কমেন্টই বলতে হচ্ছে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চোটের বিষয় সাইফউদ্দিন বলছেন, পেস বোলারদের তো এসব সমস্যা নিয়েই খেলতে হয়। ব্যাটিং-বোলিংয়ে তেমন সমস্যা হচ্ছে না। শুধু ৩০ গজের বাইরে থেকে থ্রোয়িংয়ের সময় একটু সমস্যা হচ্ছে। তবে এখন তো ইনজেকশন দেয়ার মতো সময় হাতে নেই। এ নিয়েই খেলতে হবে। আবাহনীর ফিজিও এনামুল হকের দাবি, সাইফউদ্দিনের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, আগে ওর কনুইতে টেপ লাগিয়ে বোলিং করতে হতো। এখন টেপ লাগাতে হয় না। সমস্যা শুধু দূর থেকে থ্রো করাতে। সেজন্য আমরা ওকে ৩০ গজের ভেতর ফিল্ডিং করাই। ওর সমস্যা কতটুকু সিরিয়াস, সেটা আমি জানি না। তবে আমার মনে হয় মারাত্মক কিছু নয়। এ রকম সমস্যা মিরাজেরও আছে। আমার মনে হয় না, ইনজেকশন দেয়ার দরকার আছে। সে ওয়েট ট্রেনিং ও জিম করছে এবং এগুলোতেই তার শারীরিক ফিটনেস ঠিক হয়ে যাওয়ার কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App