×

খেলা

সুপার সিক্সে আবাহনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ০৪:২১ পিএম

সুপার সিক্সে আবাহনী
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৩২ রানের বড় ব্যবধানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) চলতি আসরের সুপার সিক্সে উঠেছে আবাহনী লিমিটেড। এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বিশ্বকাপে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই- কয়েক দিন আগে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে এ কথা জানিয়েছিলেন বাংলাদেশ দলের অফস্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অসাধারণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও যে খারাপ করেন না সেটার প্রমাণ আরো একবার দিলেন তিনি। গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শেষদিকে ব্যাটিংয়ে নেমে দলের প্রয়োজনে ৫৪ বলে ৪৭ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এ ছাড়া রান পেয়েছেন সাব্বির রহমানও। তিনি করেন ৪৯ রান। সঙ্গে নাজমুল হোসেন শান্তর দলীয় সর্বোচ্চ ৬০ রানের ইনিংসে ভর করে ২৬২ রানের মাঝারি স্কোর দাঁড় করায় আবাহনী লিমিটেড। এই লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীর বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি খেলাঘরের ব্যাটসম্যানরা। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩০ রানে। ফলে ১৩২ রানের বড় ব্যবধানের জয় নিয়ে ডিপিডিসিএলের চলতি মৌসুমের সুপার সিক্সে অংশগ্রহণ নিশ্চিত করল আবাহনী। মোসাদ্দেক হোসেনের দলের পক্ষে সানজামুল নেন ৪ উইকেট। ৬০ রানের দায়িত্বশীল ইনিংস খেলা নাজমুল হোসেন শান্তর হাতে উঠে ম্যাচসেরার পুরস্কার। এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিকেএসপির বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে ব্যাট করতে নামা বিকেএসপির ব্যাটসম্যানরা রূপগঞ্জের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রানে সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান আসে শামীম হোসেনের ব্যাট থেকে। রূপগঞ্জের হয়ে ঋষি ধাওয়ান ৫টি ও মোক্তার আলি ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে মুমিনুল হকের ৯৩, নাঈম ইসলামের ৩১ ও মেহেদী মারুফের ২৭ রানের সুবাদে ৫ উইকেট ও ৩০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লিজেন্ডস অব রূপগঞ্জ। অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার পান ঋষি ধাওয়ান। এ ছাড়া দিনের অপর ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রাইম দোলেশ^রের মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। উইকেট ভেজা থাকায় ম্যাচ শুরু হতে দেরি হয়। পরবর্তীতে কমিয়ে আনা হয় ম্যাচের ব্যাপ্তি। ২৬ ওভারের এই ম্যাচে আগে ব্যাটিং করে ইমরান উজ্জামানের ৭৫, ফরহাদ রেজার ৫৬ ও সাদ নাসিমের ৫১ রানে ভর করে ৬ উইকেটে ২৩৯ রানের বিশাল স্কোর দাঁড় করায় প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব। এদিন মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ক্রিকেটারের দ্রুততম ফিফটির রেকর্ড। বিশাল স্কোর তাড়া করতে নেমে জবাবটা ভালোই দিচ্ছিল শেখ জামাল। ২০ ওভার শেষে তাদের স্কোর ছিল ১৮৬ রান। তবে শেষদিকের ব্যাটসম্যানদের মন্থর ব্যাটিংয়ে তীরে এসে তরী ডুবে তাদের। ম্যাচটি ১ রানে জিতে নেয় ফরহাদ রেজার দল। ব্যাটিংয়ে ২০ বলে ৫৬ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নেয়া ফরহাদ রেজার হাতেই উঠে ম্যাচসেরার পুরস্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App