×

খেলা

ফাইনালে ফেদেরার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ০৩:৩৮ পিএম

ফাইনালে ফেদেরার
বয়স ৩৭ বছর। তবুও যেন পারফরমেন্সে একটুও ভাটা পড়েনি রজার ফেদেরারের। একের পর এক ম্যাচ জিতেই চলেছেন তিনি। গতকাল মিয়ামি ওপেনের শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন কানাডিয়ান তরুণ ডেনিস শাপোভালোকভের। ম্যাচটি সুইস টেনিস তারকা ফেদেরার জিতেছেন ৬-২, ৬-৪ গেমে। এ জয়ে মিয়ামি ওপেনের চলতি আসরের ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত হলো ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই টেনিসারের। আর এ নিয়ে পঞ্চমবারের মতো টুর্নামেন্টটির ফাইনালে উঠলেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে ফেদেরার লড়বেন মিয়ামি ওপেনের পুরুষ এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জন ইসনারের বিপক্ষে। রজার ফেদেরার কয়েক সপ্তাহ আগে ডমিনিক থেইমের বিপক্ষে হেরে হাতছাড়া করেছেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা। সেই ধাক্কা কাটিয়ে উঠার লক্ষ্য নিয়েই এবারের মিয়ামি ওপেনে অংশ নিতে আসেন সুইস টেনিসার। মালডোবিয়ান টেনিস তারকা রাডো আবটকে ৪-৬, ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে সে মিশনের শুরুটা বেশ দুর্দান্তভাবেই করেন ফেদেরার। মিয়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে তিনি হারান সার্বিয়ান টেনিসার ফিলিপ ক্রাজিনোভিচকে। এরপর রাশিয়ার ডেনিস মেডভেডেভকে হারিয়ে নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ। শেষ আটের লড়াইয়ে ফেদেরারের প্রতিপক্ষ ছিলেন দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসন। তাকেও হারিয়ে দেন ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিসার। স্বপ্নের ফাইনালের টিকেট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গতকাল মিয়ামি ওপেনের সেমিফাইনালে কানাডিয়ান টেনিসার ডেনিস শাপোভালোকভের মুখোমুখি হন রজার ফেদেরার। এ দিন প্রথম সেটে শাপোভালোকভকে ৬-২ গেমে উড়িয়ে দেন তিনি। পরের সেটেও আধিপত্য ধরে রাখেন সুইস টেনিসার। এই সেটটি শাপোভালোকভ ৬-৪ গেমে হারলে মিয়ামি ওপেনের ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত হয় ফেদেরারের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App