×

খেলা

বিশ্বকাপ মাতাবেন যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০৩:০৮ পিএম

সময় ঘনিয়ে এসেছে। ইংল্যান্ড এবং ওয়েলসে বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে চলুন জেনে নেয়া যাক কারা কারা এবারের আসরে বাজিমাত করতে পারেন। শুরুতেই বলি ভারতের খেলোয়াড়দের কথা। এবারের আসরে ভারত যেমন ফেভারিট তেমনি খেলোয়াড়দের মধ্যে ফেভারিট বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদবরাও। কোহলি নিঃসন্দেহে বর্তমান সময়ের সেরা খেলোয়াড়। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে থেকেই বছর শেষ করেছেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন তারই সতীর্থ রোহিত শর্মা। বোলিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করেছিলেন জাসপ্রিত বুমরাহও। গেল বছরের পরিসংখ্যান ঘাটলেই বুঝা যাবে বিশ^কাপে তারা কতটা দুর্ধর্ষ হয়ে ওঠতে পারেন। ২০১৮ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করছেন বিরাট, রোহিত করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান। তাদের রান যথাক্রমে ১২০২ এবং ১০৩০। নিজেদের দেশে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ড যে দাপট দেখাবে তা বলার অপেক্ষা রাখে না। গত বছর ওয়ানডেতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর তৃতীয় সর্বোচ্চ রান করেছিলেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ওই বছর তার ছিল ১০২৫ রান। এর পরের স্থানেই আছেন বেয়ারস্টো সতীর্থ জো রুট। তার রান ৯৪৬। কাজেই পরিসংখ্যান দেখেই আন্দাজ করে নেয়া যায় বিশ্বকাপে তারা কতটা পারফর্ম করতে পারবেন। বোলারদের মধ্যে প্রথমেই আসে আদিল রশিদের কথা। দেশের হয়ে গত বছর ৪২ উইকেট শিকার করেছেন এই তারকা। মঈন আলি বা পেসার ক্রিস ওকসকেও বাদ দেয়া যায় না এই তালিকা থেকে। গত বছর মঈন আলি ২৯ এবং ওকস ১৯ উইকেট নিয়েছিলেন। এবারের মঞ্চে নজর কাড়তে পারেন নিউজিল্যান্ডের রস টেইলর, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্টরাও। বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছেন টেইলর। নিউজিল্যান্ডের হয়ে তিনি যে এবার দলের হাল ধরবেন তা বলাই যায়! মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসনরাও কম না কোনো অংশে। গত বছর নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডের বাউন্সি উইকেটে বোল্ট ভক্তরা তাই তার ঝলকের অপেক্ষায় থাকতেই পারেন। দক্ষিণ আফ্রিকানদের মধ্যে ওয়ানডেতে দারুণ ফর্মে আছেন কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, কাগিসো রাবাদারা। গত বছর দেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৮ ম্যাচে তিনি রান করেছেন ৪৩৪। আর বল হাতে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন রাবাদা। ২৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক লুঙ্গি এনগিদি। অস্ট্রেলিয়ার হয়ে যে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আসা স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার আলো ছড়াবেন না তাও কিন্তু বলা যায় না। বল হাতে যেমন মার্কাস স্টোইনিস, নতুন সেনসেশন জাই রিচার্ডসনরা আলো কাড়তে পারেন তেমনি ব্যাটে-বলে ঝলক দেখাতে পারেন অলরাউন্ডার গে্লন ম্যাক্সওয়েলও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App