×

খেলা

জহিরুলের সেঞ্চুরিতে জিতল আবাহনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০৫:১০ পিএম

জহিরুলের সেঞ্চুরিতে জিতল আবাহনী
ঢাকা বিভাগীয় ক্লাব ক্রিকেটের আসর প্রিমিয়ার লিগ (ডিপিসিএল) জয় পেয়েছে আবাহনী, নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। উদ্বোধনী দিনে লিগের তিন ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বিভাগ থেকে নতুন করে প্রিমিয়ার লিগে ফিরে আসা দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে ৬০ রানের বড় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। অপর ম্যাচে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামালকে ৯ রানে হারিয়ে শুভসূচনা করেছে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব। এ ছাড়া দিনের অন্য ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে ৩ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে উত্তরা স্পোর্টিং। উত্তরার দেয়া ২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটা সময় বেশ ভালো অবস্থানেই ছিল শেখ জামাল। ৩ উইকেটেই তারা করেছিল ১৪৯ রান। কিন্তু নাসির হোসেন ৪৮ রান করে ফেরার পরই যেন মরক লাগে দলটির। অধিনায়ক নুরুল হাসান ৪৫তম ওভারে এসে ফেরেন ৬৫ রান করে। ৩৫ বলে তখন শেখ জামালের দরকার ছিল ৪৭ রান। জিয়াউর রহমান ২৭ বলে ২৭ করেন। কিন্তু শেষের ব্যাটসম্যানরা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। ৫০ ওভার শেষে ৯ উইকেটে দলটি থামে ২৪০ রানে। উত্তরা স্পোর্টিয়ের হয়ে ৬৫ রানে ৩টি উইকেট নেন আসাদুজ্জামান পায়েল। আবদুর রশিদ ৪৪ রান খরচায় ৩টি উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার পান। অন্যদিকে ওয়ানডে ম্যাচে ২১৬ রানের স্বল্প পুঁজি নিয়েও বড় জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। অথচ আট বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে ফেরা বিকেএসপি বেশ শক্ত করেই চেপে ধরেছিল আবাহনীকে। ৫৩ রানের মধ্যে মোসাদ্দেক হোসেনের দল হারিয়ে ফেলে ৪ উইকেট। সেখান থেকে দলকে টেনে তুলেন ওপেনার জহুরুল হক অমি। দলের বিপর্যয়ের মুখে ১২১ রানের ইনিংসে ১৩টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান তিনি। তাতে আবাহনীর সংগ্রহ হয় ৯ উইকেটে ২১৬ রান। বিকেএসপির হয়ে আবু নাসের ৩৯ রান খরচায় নেন ৩টি উইকেট। ২টি উইকেট পান হাসান মুরাদ। মাত্র ২১৭ রানের লক্ষ্যে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে বিকেএসপি। ৪২ রানে ৪ আর ৯৯ রানের মধ্যে ৭ ব্যাটসম্যান হারানোর পর আসলে লড়াইয়ে ফেরার আর উপায় ছিল না দলটির। ৪০.৫ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় বিকেএসপির ইনিংস। আবাহনী বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাজমুল ইসলাম অপু। ১০ ওভারে ৩০ খরচায় এই বাঁ-হাতি স্পিনার নেন ৩টি উইকেট। ২টি উইকেট পান আরেক স্পিনার সানজামুল ইসলাম। এ ছাড়া একটি করে উইকেট নেন রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, আরিফুল হাসান আর সাব্বির রহমান। ওদিকে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের ৮ উইকেটে করা ২২০ রানের জবাবে লিজেন্ডস অব রূপগঞ্জ ১ বল হাতে রেখেই ৭ উইকেটে ২২১ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। ৫৯ রান করা শাহরিয়ার নাফিস ম্যাচ সেরা হন। প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে আজ শনিবারও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক মুখোমুখি হবে খেলাঘর সমাজ কল্যাণের। ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর প্রতিদ্বন্দ্বিদ্বতা করবে শাইনপুকুরের বিপক্ষে এবং অপর ম্যাচে সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপের বিরুদ্ধে লড়বে মোহামেডান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App