×

খেলা

রেস্টুরেন্ট ব্যবসায় ৩ টাইগ্রেস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০৫:০৩ পিএম

রেস্টুরেন্ট ব্যবসায় ৩ টাইগ্রেস
ছেলে ক্রিকেটারদের দেখে অনুপ্রাণিত হয়ে রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন তিন প্রমীলা ক্রিকেটার। নিজেদের ভবিষ্যৎ ভাবনা থেকেই এমন এগিয়ে যাওয়ার পদক্ষেপ বলে জানিয়েছেন তারা। সে সঙ্গে তারা মনে করেন এই শুরু থেকে অনুপ্রাণিত হবেন অন্য নারী ক্রিকেটারও। বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ সাথিরা জাকির জেসি, রুমানা আহমেদ ও শুকতারা রহমান নিয়েছেন এমন সাহসী উদ্যোগ। মিরপুরে শুরু হওয়া তাদের রেস্টুরেন্টটির নাম ‘টি-টোয়েন্টি ক্যাফে লাউঞ্জ’। বিশ্ব নারী দিবস উপলক্ষে গতকালই শুরু হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে জেসি বলেন, আসলে আমরা মেয়েরা যারা ক্রিকেট খেলি তাদের চাকরি করার আর সুযোগ থাকে না। খেলা শেষ করে বয়সও থাকে না নতুন করে চাকরির চিন্তা করার। এ দেশে নারী ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। কিন্তু এখনো সেটি আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা দিতে পারছে না। ক্রিকেট ছাড়লে কি হবে সেই চিন্তা থাকছেই। তাই ক্রিকেটার ভাইয়াদের দেখেই চিন্তা করেছি এমন একটা রেস্টুরেন্ট করার। ভালো লাগছে শেষ পর্যন্ত সেটি করতে পারছি। এখন আমরা তিনজন আছি। পরে আরো বড় আকারে করব। রেস্টুরেন্টটিকে নারী ক্রিকেটের সাফল্যের চিত্র দিয়ে সাজাতে চেয়েছেন তারা। যেখানে থাকবে এশিয়া কাপ জয়ের ছবি, থাকবে ব্যাট, বল স্টাম্প। অর্থাৎ এখন পর্যন্ত নারী ক্রিকেটারদের যে যে সাফল্য অর্জিত হয়েছে সেই চিত্রগুলো থাকবে দেয়ালে দেয়ালে। অন্যদিকে অলরাউন্ডার রুমানা আহমেদ বলেন, গেল বছর অনেক খেলা ছিল আমাদের। কিন্তু ২০১৯ দেখেন তেমন কোনো ম্যাচ নেই। ক্রিকেটারদের জীবনটাও এমন- কখনো ভালো তো কখনো মন্দ। এখন আমরা অনেক সুযোগ পাচ্ছি, আমাদের ক্রিকেট অনেক এগিয়েছে। কিন্তু সেই তুলনাতে আমাদের ভবিষ্যতের নিরাপত্তা কিন্তু বাড়েনি। সাকিব ভাইদের দেখে এই রেস্টুরেন্টের চিন্তা করি আমরা। আমি মনে করি এটি নারী ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে। অন্য পার্টনার শুকতারা বলেন, আসলে এই রেস্টুরেন্টটা রুমানা ও জেসি আপুর সঙ্গে আমার স্বামী (ইফতেখারুল ইসলাম) শুরু করতে যাচ্ছে। সে কারণে আমিও আছি ওদের সঙ্গে। আসলে রুমানা ও জেসি আপুর এই উদ্যোগ দেখে আমিও ভীষণ খুশি। অবশ্যই এটি নারী ক্রিকেটারদের ভবিষ্যৎ ভাবনা থেকেই আসছে। আমি মনে করি এতে আমাদের মেয়ে ক্রিকেটাররা আরো বেশি অনুপ্রাণিত হবে। উল্লেখ্য, এর আগে মোহাম্মদ আশরাফুল, নাফীস ইকবাল, সাকিব আল হাসান, আকরাম খানের পর অনেক ছেলে ক্রিকেটারই খুলেছেন নিজেদের রেস্টুরেন্ট ব্যবসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App