×

খেলা

স্ত্রীর কাণ্ডে বিব্রত মালিঙ্গা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০৩:৫৫ পিএম

স্ত্রীর কাণ্ডে বিব্রত মালিঙ্গা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে মানুষ কত কিছুই না প্রকাশ করে। তবে ফেসবুকের এক পোস্ট নিয়ে লঙ্কান ক্রিকেট দলে শুরু হয়েছে লঙ্কাকাণ্ড। অলরাউন্ডার থিসারা পেরেরা ও বর্তমান ওয়ানডে অধিনায়ক লাসিথ মালিঙ্গার মধ্যে ঝগড়া বাঁধিয়েছেন মালিঙ্গার স্ত্রী তানিয়া। এখন তাদের দ্বন্দ্বের বিষয়টি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) পর্যন্ত গড়িয়েছে। ওয়ানডে অধিনায়ক মালিঙ্গার স্ত্রী তানিয়া পুরো জাতীয় দলকে দেশবাসীর কাছে হাসির খোরাক বানিয়েছে- এমন অভিযোগ করে অলরাউন্ডার থিসারা পেরেরা চিঠি দিয়েছেন এসএলসিকে। আগামী বিশ্বকাপের আগে এ ধরনের পরিস্থিতি দলের জন্য শুভকর নয় বলেও মন্তব্য করেছেন তিনি। জানুয়ারির শুরুতে সেই ফেসবুক পোস্টে থিসারার দিকে আঙুল তোলেন তানিয়া। তিনি অভিযোগ করেন, জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে দেশের নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন থিসারা। থিসারাও জবাব দিতে দেরি করেননি। ফেসবুকে তিনি অভিযোগের জবাবে ২০১৮ সালে তার ওয়ানডে রেকর্ডটা দেখান। কয়েক সপ্তাহ পর আরেকটি পোস্ট দিয়ে থিসারাকে আক্রমণ করেন মালিঙ্গার স্ত্রী। এরপরই শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার বরাবরে একটি চিঠি দিয়েছেন থিসারা। তিনি লিখেছেন, অধিনায়কের দায়িত্বপ্রাপ্ত একজনের স্ত্রী যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ তুলেন, তখন সাধারণ মানুষকে আমার প্রতি বিশ্বাস এবং নিন্দা করা থেকে আটকে রাখা কঠিন। এই ফেসবুক পোস্টের পর থেকে ড্রেসিংরুমে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সত্যি বলতে কী, দলের দুই সিনিয়র খেলোয়াড়ের মধ্যে যখন সৌহার্দ থাকে না, সেটি দলের তরুণদের বরং বেশি করে অস্বস্তিতে ফেলে। আমরা বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে। আমাদের মনোযোগ এবং লক্ষ্য তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অযাচিত লড়াইয়ের বদলে ভালো পারফর্ম করার দিকে থাকা উচিত। এই দলটার এখন স্থির নেতৃত্ব এবং পথপ্রদর্শন দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঐক্যের পরিবেশ ফিরিয়ে আনা। আর সেটা বিশ্বকাপের আগেই করতে হবে। নেতা এবং দলের সিনিয়রদের একটা উদাহরণ তৈরি করতে হবে। বিশ্বকাপের আগেই এই সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করছেন থিসারা পেরেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App