×

খেলা

মরিনহোর সমালোচনায় কাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ০৪:৩৬ পিএম

মরিনহোর সমালোচনায় কাকা
বাজে পারফরমেন্সের কারণে কয়েক দিন আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। এরপর থেকে শোনা যাচ্ছে মরিনহোকে নিয়ে নানান সমালোচনা। এবার সমালোচকদের তালিকায় যোগ হয়েছে আরেকটি নাম। তিনি হলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার কাকা। ২০০৯ সালে ইতালিয়ান ক্লাব এসি মিলান ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে নাম লেখান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাকা। গ্লাকটিকোদের হয়ে ২০১৩ সাল পর্যন্ত খেলেছেন ২০০৭ সালে ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। কাকা যে সময় রিয়াল মাদ্রিদে খেলেছেন সেসময় ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন হোসে মরিনহো। গতকাল গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কাকার কাছে মরিনহো প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার বলেন, রিয়ালে থাকতে আমাকে মূলত দুটি সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। একটি হলো চোট এবং অপরটি মরিনহো। তার মতে, চোট সব ফুটবলারের জীবনেই থাকে। তাই এটিকে আমি কোনো দোষ দিই না। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার প্রথম বছরেই কোমরের চোটে পড়েছিলাম। অস্ত্রোপচার করে সুস্থ হয়ে ছয় মাস পর মাঠে ফিরি। তবে এরপর সম্মুখীন হয় আরেক সমস্যার। আর যার কারণে এই সমস্যা তিনি হলেন কোচ মরিনহো। এ সময় মরিনহো প্রসঙ্গে কাকা জানান, তিনি আমার জন্য একটু কঠিন কোচ ছিলেন। যখনই ভাবতাম একাদশে সুযোগ পাব, তখনই মরিনহো আমাকে খেলার জন্য অনুপযুক্ত ঘোষণা করতেন। আমি অনুশীলন করতাম, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতাম, স্রষ্টার কাছে প্রার্থনাও করতাম একাদশে সুযোগ পাওয়ার জন্য। তবুও কোচের বিশ্বাস অর্জন করতে পারতাম না। একপর্যায়ে আমি বুঝতে পেরেছিলাম যে, মরিনহো যতদিন রিয়াল মাদ্রিদে থাকবেন ততদিন আমি কোনো সুযোগ পাব না। ২০১৩ সালে আমার রিয়াল মাদ্রিদ ছাড়ার পেছনে এটাই ছিল সবচেয়ে বড় কারণ। অনেক সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গেও বাজে আচরণ করেন মরিনহো। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে কাকা বলেন, বিধ্বংসী অবস্থায় ক্যামেরার সামনে মরিনহোকে যেমন দেখা যায় সেটাই উনার সত্যিকারের রূপ। তবে তিনি খুব বুদ্ধিমান। যথেষ্ট প্রস্তুতি নিয়েই তিনি সাক্ষাৎকার দেন। উল্লেখ্য, ২০০২ সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় কাকার। ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়া এই ফুটবলার দেশের হয়ে ৯২ ম্যাচে ২৯ গোল করেছেন। এ ছাড়া ক্যারিয়ারে বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন তিনি। তার ক্লাব ক্যারিয়ারের বড় একটা সময় কেটেছে এসি মিলান ও রিয়াল মাদ্রিদে। এসি মিলানের হয়ে কাকার গোল ৩০৭ ম্যাচে ১০৪টি এবং রিয়াল মাদ্রিদের হয়ে ১২০ ম্যাচে ২৯ গোল করেছেন এই ফরোয়ার্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App