×

খেলা

রিয়ালেই থাকছেন ইস্কো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৪:২৮ পিএম

রিয়ালেই থাকছেন ইস্কো
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সান্টিয়াগো সোলারির দায়িত্ব পাওয়ার পর খুব কম ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন দলটির অন্যতম সেরা খেলোয়াড় ইস্কো। সোলারির অধীনে অধিকাংশ ম্যাচেই ইস্কোকে বসে থাকতে হয়েছে সাইড বেঞ্চে। এ কারণে অনেকে বলছেন, স্প্যানিশ ফরোয়ার্ড ইস্কোকে নাকি মোটেই পছন্দ করেন না রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ। তাই খুব শিগগিরই রিয়াল ছাড়বেন ইস্কো এমন খবরও প্রকাশ করেছে ইউরোপের গণমাধ্যমগুলো। তবে গণমাধ্যমে প্রকাশ হওয়া এসব খবরকে কেবল গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন বর্তমানে ২৬ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। গতকাল গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আপাতত রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন না বলে জানিয়েছেন তিনি। গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সান্টিয়াগো সোলারির দায়িত্ব নেয়ার পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২টি ম্যাচ রিয়ালের শুরুর একাদশে জায়গা পেয়েছেন ইস্কো। এ কারণে জানুয়ারির দল বদলে সান্টিয়াগো বার্নাব্যু ছাড়বেন স্প্যানিশ তারকা এমনটি দাবি করে ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যম। গতকাল এক সাক্ষাৎকারে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ইস্কো বলেন, অনেকেই ভাবছেন জানুয়ারির দল বদলেই আমি রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য ক্লাবে নাম লেখাব। তাদের ধারণা সঠিক নয়। আপাতত দল বদলের কোনো ইচ্ছে আমার নেই। এসময় ইস্কো আরো বলেন, সোলারির অধীনে আমি শুরুর একাদশে খেলার সুযোগ খুব কম পেয়েছি। এটা দেখে অনেকে মনে করছেন কোচ আমাকে পছন্দ করেন না অথবা আমাদের মধ্যে দ্ব›দ্ব রয়েছে। কিন্তু বাস্তব চিত্র পুরোই উল্টো। সোলারির সঙ্গে আমার কোনো দ্ব›দ্ব নেই। প্রতিটি কোচেরই কিছু পরিকল্পনা থাকে এবং তিনি সে অনুযায়ীই দল সাজান। একজন খেলোয়াড়কে কোচের সিদ্ধান্ত মেনে নিতে হয়। সোলারির সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। সত্যি বলতে, আমি রিয়াল মাদ্রিদে খুব ভালো আছি। আমার লক্ষ্য রিয়াল মাদ্রিদের হয়ে অনেক শিরোপা জেতা। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন ইস্কো। দলটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৫৮ ম্যাচে ৪৫ গোল করেছেন এই মিডফিল্ডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App