×

খেলা

স্বস্তিতে নেই মিতালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:০৭ পিএম

স্বস্তিতে নেই মিতালি
ওয়েস্ট ইন্ডিজে সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ^কাপে বেশ বাজে সময় অতিবাহিত করেছেন ভারতীয় ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ। কোচ রমেশ পাওয়ারের সঙ্গে ঝামেলার জের ধরে অবসরের চিন্তাও মাথায় এসেছিল তার। সব মিলিয়ে সাম্প্রতিক সময়টাই ভালো যাচ্ছে না ৩৬ বছর বয়সী এ তারকার। অনেক অস্বস্তিতে সময় কাটছে তার। তার পরিবারের ওপরও সেই চাপ পড়েছে। মিতালি রাজ দারুণ ছন্দে থাকা সত্তে¡ও নারী টি-টোয়েন্টি বিশ^কাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে একাদশের বাইরে ছিলেন। এ কারণে কোচ রমেশ পাওয়ারের সঙ্গে তার বেশ ঝামেলাও হয়। বিতর্ক শুরু হয়েছিল ভারত ক্রিকেট বোর্ডেও। এ নিয়ে বিশ^কাপ শেষে মিতালি এবং কোচের মধ্যে আদান-প্রদান হওয়া কিছু চিঠিপত্র ফাঁস হয়েছে। যেখানে একে অন্যের প্রতি অনেকটাই বিরক্তি প্রকাশ করেছেন তারা। একপর্যায়ে তো মিতালি টি-টোয়েন্টি থেকে অবসরের চিন্তাই করেছিলেন। দীর্ঘ ২০ বছরের ক্রিকেটকে কি আর সহজে ছাড়তে ভালো লাগে! মিতালির ক্ষেত্রেও তাই ঘটছে। দুশ্চিন্তা বাদ দিয়ে আরো সামনের দিকে যেতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজে খারাপ সময় অতিবাহিত করা সম্পর্কে বলতে গিয়ে মিতালি বলেন, ফর্মে থাকা সত্তে¡ও খেলতে না পারা দারুণ যন্ত্রণার। যে এরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে শুধু সে-ই এটা বুঝতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App