×

খেলা

আজ থেকে বিসিএল ষষ্ঠ রাউন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:০৩ পিএম

আজ থেকে বিসিএল ষষ্ঠ রাউন্ড
সপ্তম বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ রাউন্ড আজ থেকে শুরু হচ্ছে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ষষ্ঠ রাউন্ডের প্রথম দিন দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মাঠে নামবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। আর দিনের দ্বিতীয় খেলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চল। উভয় ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। প্রথম পাঁচ রাউন্ড শেষে ২১.৮৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। ২০.৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। এই দুদল শিরোপা জয়ের লড়াইয়ের জন্যই নিজেদের সেরাটা উজাড় করে দিবেন। শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে ওয়ালটন মধ্যাঞ্চল। শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলেরও। শিরোপার সম্ভাবনা কম পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা যথাক্রমে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের। তবে রানার-আপ হবার সম্ভাবনা রয়েছে তাদের। এ জন্য ষষ্ঠ রাউন্ডের ম্যাচ জয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলের হিসেব-নিকেশের ওপর অপেক্ষা করতে হবে তাদের। টেবিলের তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের পয়েন্ট ১৭.৮৯ এবং ১৭.৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে বিসিবি উত্তরাঞ্চল। চার দলেই জাতীয় ক্রিকেটারদের খেলার ব্যাপারে বিশেষ নির্দেশনা জারি করেছিল বিসিবি। যার ফলে বিসিএল ম্যাচে তাদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখিয়ে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ এবং তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্য দলের জায়গায় ১৩ জন নিয়ে দল ঘোষণা করা হয়। আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগে নিজেদের দাবি জানিয়ে রাখার সুযোগ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সামনে। প্রথম শ্রেণির ক্রিকেটের দ্বিতীয় টুর্নামেন্ট বিসিএলে পারফর্ম করেই জাতীয় দলের জার্সি আবার গায়ে জড়াতে চায় তারা। এদিকে এবারই প্রথমবারের মতো বিসিএল আসরে দল নির্বাচন করা হয়েছে প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে। এর মাধ্যমে গত আসরে খেলা ক্রিকেটারদের মধ্যে ৬ জনকে রেখে দেয়ার সুযোগ পায় অংশগ্রহণকারী ৪টি দল। এবারের আসরে প্রতিটি জয়ের জন্য মিলবে ১০ পয়েন্ট। টাই হলে মিলবে ৫ পয়েন্ট, ড্রয়ের জন্য ৩। পরিত্যক্ত ম্যাচে পাওয়া যাবে তিন পয়েন্ট। দুই দলের প্রথম ইনিংসে মিলবে ব্যাটিং-বোলিং বোনাস পয়েন্ট। ব্যাটিংয়ে পাওয়া যাবে সর্বোচ্চ ৫ পয়েন্ট। ২৫০-২৯৯ পর্যন্ত রানের জন্য ২ পয়েন্ট, ৩০০-২৪৯ রানের জন্য ৩ পয়েন্ট। ৩৫০-৩৯৯ রানের জন্য ৪ পয়েন্ট, ৪০০ বা তার বেশি রানের জন্য ৫ পয়েন্ট। বোলিংয়ে পাওয়া যাবে সর্বোচ্চ ৩ পয়েন্ট। ৩-৫ উইকেটের জন্য ১ পয়েন্ট, ৬-৮ উইকেটের জন্য ২ পয়েন্ট। ৯-১০ উইকেটের জন্য ৩ পয়েন্ট। প্রথম ইনিংসে লিড নিতে পারলে পাওয়া যাবে ১ পয়েন্ট। বোনাস পয়েন্টের জন্য দুই দলের প্রথম ইনিংস শেষ হতে হবে। এক ম্যাচ থেকে কোনো দল সর্বোচ্চ ১৯ পয়েন্ট পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App